ঢাকাশনিবার , ৫ জুলাই ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

পবিত্র আশুরা হৃদয় বৃদারক এক ঐতিহাসিক দিন

ইলিয়াস আলী মাসুক
জুলাই ৫, ২০২৫ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

মুহাররম, হিজরি বর্ষের প্রথম মাস, যা আল্লাহর নির্দেশে চারটি পবিত্র মাসের একটি, যেখানে যুদ্ধ-বিগ্রহ নিষিদ্ধ। এই মাসের ১০ তারিখ, পবিত্র আশুরা, ৬ জুলাই ২০২৫, রোববার পালিত হবে।
এই দিনটি ঐতিহাসিক ও ধর্মীয় তাৎপর্যে ভরপুর, যা জাহেলিয়াত যুগ থেকেই আরবরা রোজা ও কাবার গিলাফ পরিবর্তনের মাধ্যমে পালন করত। নবী (সাঃ) আশুরার রোজাকে গুরুত্ব দিয়ে রাখতেন এবং সাহাবীদেরও উৎসাহিত করতেন। রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ছিল ফরজ, এখন এটি মুস্তাহাব ইবাদত।
আশুরার দিনে সংঘটিত ২০ টি ঐতিহাসিক ঘটনা আশুরার দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাগুলো এই দিনের গুরুত্বকে আরও উজ্জ্বল করে।
নিম্নে উল্লেখযোগ্য ২০টি ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো:
১. আকাশ, জমিন, পাহাড়-পর্বত সৃষ্টি। ২. হজরত আদম (আঃ)-এর সৃষ্টি। ৩. হজরত নূহ (আঃ) মহাপ্লাবনের পর পাহাড়ে নৌকা নোঙর। ৪. হজরত ইব্রাহিম (আঃ) নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্তি লাভ। ৫. হজরত আইয়ুব (আঃ) দীর্ঘ ১৮ বছরের রোগ থেকে আরোগ্য লাভ। ৬. হজরত সুলাইমান (আঃ)-কে পৃথিবীর রাজত্ব প্রদান। ৭. হজরত ইউনুস (আঃ) মাছের পেট থেকে দজলা নদীতে উদ্ধার। ৮. হজরত মূসা (আঃ) ফেরাউনের কবল থেকে লোহিত সাগর পার। ৯. হজরত ঈসা (আঃ)-এর জন্ম ও আসমানে জীবিত উত্তোলন। ১০. হজরত ইদ্রিস (আঃ)-কে আসমানে উত্তোলন। ১১. হজরত দাউদ (আ.)-কে বিশেষ সম্মানে ভূষিত। ১২. গাজওয়ায়ে খায়বারে মুসলিম বাহিনীর বিজয়।
১৩. মাদায়েন ও কাদিসিয়ার যুদ্ধে বিজয়। ১৪. হজরত আদম (আঃ)-এর জান্নাতে প্রবেশ।
১৫. হজরত আদম (আঃ)-এর তওবা কবুল ও হাওয়া (আঃ)-এর সঙ্গে আরাফাতে পুনর্মিলন। ১৬. হজরত নূহ (আঃ)-কে মহাপ্লাবন থেকে পরিত্রাণ।
১৭. হজরত সুলাইমান (আঃ)-এর হারানো রাজত্ব ফিরিয়ে দেওয়া। ১৮. হজরত ইয়াকুব (আঃ)-এর সাথে হজরত ইউসুফ (আ)-এর পুনর্মিলন। ১৯. বিশ্ব নবী মোহাম্মদ (সাঃ) মক্কা থেকে মদিনায় হিজরত। ২০. কারবালায় ইমাম হুসাইন (রাঃ) সহ ৭৭ জন সঙ্গীর শাহাদত বরন।
আশুরার আমল
হাদিসে বর্ণিত, আশুরার রোজা পূর্ববর্তী এক বছরের গুনাহ মাফ করে। নবী (সাঃ) ৯ ও ১০ বা ১০ ও ১১ মুহাররম রোজা রাখার পরামর্শ দিয়েছেন। এছাড়া তওবা-ইস্তিগফার, দান-সদকা ও নামাজ এই দিনের বিশেষ ইবাদত।
আশুরা শুধু ইতিহাসের সাক্ষী নয়, এটি কৃতজ্ঞতা, তওবা ও ন্যায়ের প্রতি অঙ্গীকারের দিন। ৬ জুলাইয়ের এই পবিত্র দিনে রোজা, দোয়া ও ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করি।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: