ঢাকাবৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

লক্ষিপুর সংবাদদাতা
আগস্ট ১৪, ২০২৫ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

গাছ লাগান পরিবেশ বাচান, পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে,বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী লক্ষ্মীপুরে আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।

গত ১২ আগস্ট মঙ্গলবার সকালে রায়পুর সরকারি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। জেলা ব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট সোনিয়া বেগম। এসময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খাঁন, রায়পুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরসাদ আলী, এছাড়াও উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, প্রশিক্ষক, প্রশিক্ষিকা। ভাতাভুক্ত সদস্য ও স্বেচ্ছাসেবী সদস্যগণ।

এ সময় জেলা কমান্ড্যান্ট সোনিয়া বেগম বলেন, সামাজিক বনায়ন কর্মসূচির মাধ্যমে আমরা একটি সবুজ ও স্বাস্থ্যকর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। পরিবেশ দূষণ রোধ, জলবায়ু পরিবর্তনের নীতিবাচক প্রভাব মোকাবেলা এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় লক্ষ্মীপুর জেলা ব্যাপি ৩০০টি ফলজ, বনজ, এবং ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: