ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ফার্মগেট ও খামারবাড়িতে ককটেল বিস্ফোরণ কারা ছুড়ল—পুলিশের অনুসন্ধান চলছে

আজকের নীরবাংলা প্রতিবেদক
আগস্ট ৫, ২০২৫ ১২:৩০ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর তেজগাঁওয়ের গুরুত্বপূর্ণ দুটি এলাকায়—ফার্মগেট ও খামারবাড়িতে ট্রাফিক পুলিশ বক্সের পাশেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৪ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে এই দুটি বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে পুলিশ।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, প্রথম বিস্ফোরণটি ঘটে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে ট্রাফিক পুলিশ বক্সের পাশের রাস্তায়। কে বা কারা হলুদ কসটেপে মোড়ানো একটি ককটেল রাস্তায় রেখে বা ছুঁড়ে মারলে সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। ঘটনার পরপরই পুলিশ গিয়ে স্থান পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করে।

পরবর্তীতে দ্বিতীয় বিস্ফোরণের খবর পাওয়া যায় খামারবাড়ি এলাকার খেঁজুরবাগান ট্রাফিক পুলিশ বক্সের সামনের রাস্তায়। সেখানেও অনুরূপভাবে একটি ককটেল বিস্ফোরিত হয়। পুলিশ জানিয়েছে, দু’টি ক্ষেত্রেই হামলাকারীরা ককটেল ফেলে দ্রুত পালিয়ে যায়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, “বিস্ফোরণের পর তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা শনাক্তে আমরা তদন্ত চালাচ্ছি। অপরাধীদের খুঁজে বের করতে প্রযুক্তিগত ও গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে।”

পুলিশ জানিয়েছে, দুটি ঘটনারই ধরন প্রায় এক। কোথাও কোনো হতাহত না হলেও গুরুত্বপূর্ণ এলাকাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: