সাহিত্য সংগঠন ‘ধ্রুব সাহিত্য পরিষদে’র দুইযুগ পূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জে আসছেন চলচ্চিত্র নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব ও নাট্যকার জাকির হোসেন উজ্জ্বল।
আগামীকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে দুইযুগ পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তারা।
ধ্রুব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রোটারিয়ান দিদার খন্দকারের সভাপতিত্বে ও অভিনেতা মোখলেসুর রহমান তোতার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সালাম ষ্টিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান ও বাংলাদেশ ষ্টিল রি- রোলিং মিলস এসোসিয়েশনের সহসভাপতি মো. রেজাউল করিম রাজু, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডাইরেক্টর ছড়াকার আতিক হেলাল। আর উপস্থিত থাকবেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী মো. শহীদুল্লাহ্, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন টেলিভিশন নাট্য প্রযোজক মনিরুজ্জামান স্বপন প্রমুখ।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।