ঝিনাইদহের মহেশপুরে দরিদ্র নারীদের জন্য কর্মসংস্থানসহ বিভিন্ন সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আয়োজিত দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) এর দ্বিতীয় পর্যায়ের আওতায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) উপজেলার ধান্যহাড়িয়া, পোড়াদহ, গয়েশপুর (ডিপিজি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী কিশোরীদের মাঝে সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানের বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মো. আব্দুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব খাদিজা আক্তার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার, মহেশপুর থানার ওসি তদন্ত সাজ্জাদুর রহমান সাজ্জাদ,উপজেলা বিআরডিবি অফিসার বাহাউল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে বক্তারা বলেন, কিশোরীদের আত্মনির্ভর ও সচেতন করে তুলতে এমন প্রশিক্ষণের বিকল্প নেই। সমাজে নারী ও কিশোরীদের সক্ষমতা বৃদ্ধি এবং তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ইরেসপো প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
দিনব্যাপী এই প্রশিক্ষণে এলাকার কিশোরীরা আত্মরক্ষা, স্বাস্থ্য সচেতনতা, সামাজিক মূল্যবোধ এবং কর্মজীবনের প্রাথমিক ধারণা সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করে। পরে ১০০ জন শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয় ।
আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
