ঢাকাবুধবার , ২২ অক্টোবর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শত ব্যস্ত সময়ের মাঝেও অসুস্থ শিশু ও দৃষ্টি প্রতিবন্ধীর পাশে ডিসি

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
অক্টোবর ২২, ২০২৫ ১০:৩৪ অপরাহ্ণ
Link Copied!

অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি তিনি প্রতিদিনই মানুষের দুঃখ-দুর্দশার কথা শুনে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন। আজ বুধবার ছিল তাঁর ব্যস্ততম দিনগুলোর একটি—তবুও তিনি সময় বের করেছেন দুইটি অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য।

পাবনা জেলার আটঘরিয়া উপজেলার গার্মেন্টস শ্রমিক এনামুল হক বর্তমানে পরিবারের সঙ্গে নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকায় বসবাস করেন। মাসে মাত্র ১৬,৫০০ টাকা আয় করে কষ্টে সংসার চালান তিনি। তার নয় বছর বয়সী ছোট ছেলে মান্তাহার মাহমুদ এক সময় ছিল সম্পূর্ণ সুস্থ। হঠাৎ তার হাঁটা-চলার সমস্যা দেখা দেয়। চিকিৎসকেরা জানান, শিশুটি Duchene Muscular Dystrophy (DMD) নামের এক বিরল ও জটিল রোগে আক্রান্ত। এই রোগের চিকিৎসা বাংলাদেশে নেই এবং বিদেশে করাতে হলে বিপুল অর্থের প্রয়োজন।

অসহায় এই বাবা-মা একে একে সব দরজায় কড়া নাড়লেও সহযোগিতা মেলেনি। শেষ পর্যন্ত তারা দেখা করেন “মানবিক ডিসি” হিসেবে পরিচিত জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সঙ্গে।
জেলা প্রশাসক মনোযোগ দিয়ে শুনেন মান্তাহারের অসুস্থতার বিস্তারিত। তিনি লক্ষ করেন, মান্তাহারকে তার মা মিতা বেগম সারাক্ষণ কোলে করে রেখেছেন। শিশুটির কষ্ট ও মায়ের মমতা দেখে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে নগদ অর্থ সহায়তা দেন এবং একটি ইলেকট্রনিক হুইলচেয়ার প্রদানের জন্য মিতা বেগমকে লিখিত আবেদন করতে পরামর্শ দেন।

জেলা প্রশাসকের কার্যালয় থেকে বেরিয়ে মিতা বেগম বলেন, “ডিসি স্যারের আন্তরিকতা দেখে আমরা অবাক হয়েছি। অফিসের প্রতিটি কর্মকর্তা আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেছেন। স্যারের সঙ্গে দেখা করতে আমাদের অপেক্ষা করতে হয়নি।”

গার্মেন্টস শ্রমিক এনামুল হক দেশের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তার সন্তানের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়ানো হয়।

ঠিক এই সময় জেলা প্রশাসকের কাছে আসেন ফতুল্লা থানার ভূইঘর পাসপোর্ট অফিস এলাকার দৃষ্টি প্রতিবন্ধী নুরুন্নবী প্রধান। তিলের খাজা বিক্রি করে সংসার চালানো নুরুন্নবী ও তার স্ত্রী লতা আক্তার দুজনেই দৃষ্টি প্রতিবন্ধী। তাদের এক বছর বয়সী ছেলে আলিফ পড়ে গিয়ে হাত ভেঙে ফেলেছে, চিকিৎসার খরচ যোগাড় করতেও হিমশিম খাচ্ছেন তারা। জেলা প্রশাসক তাদের কথাও মনোযোগ দিয়ে শুনেন এবং নগদ আর্থিক অনুদান প্রদান করেন। এরপরই তিনি পরবর্তী নির্ধারিত সভায় যোগ দেন।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, “আমার কাছে যারা আসেন, তারা একটা আশার আলো খুঁজে আসেন। আমি সবসময় চেষ্টা করি তাদের কথা মনোযোগ দিয়ে শুনতে এবং যা পারি, তাৎক্ষণিকভাবে সহায়তা দিতে। সরকারি নিয়মে হয়তো সবাইকে একসঙ্গে সাহায্য করা সম্ভব হয় না, কিন্তু আমি কাউকেই ফিরিয়ে দিই না।”

তিনি আরও বলেন, “অন্যান্য প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি আমি প্রতিদিন চেষ্টা করি এমন কিছু করতে, যা মানুষের মুখে হাসি ফোটাবে। এই কাজগুলো আমার কাছে দায়িত্বের পাশাপাশি আনন্দও।”

জেলা প্রশাসন সূত্র জানায়, সকালে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজিত ভূমি অধিগ্রহণ সংক্রান্ত বিলম্বিত কেসসমূহের অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় জুমে অংশ নেন। পরে জাতীয় সড়ক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে র‍্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন। দুপুরে তিনি নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির ৫ম সভায় যোগ দেন।

এরপর তিনি মানবিক আবেদন নিয়ে আসা এনামুল হক ও দৃষ্টি প্রতিবন্ধী নুরুন্নবীর কথা শুনে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন। বিকেলে জেলা প্রশাসক ফতুল্লা পাইলট হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
দিনের শেষে তিনি পূজা উদযাপন কমিটি ও কালেক্টরেট মসজিদ কমিটির সঙ্গে মসজিদের সংস্কার ও সম্প্রসারণ কাজ নিয়ে আলোচনা করেন।

নিরন্তর দায়িত্বশীলতা, সহানুভূতি ও মানবিকতার এই সমন্বয়ই আজ নারায়ণগঞ্জবাসীর কাছে জেলা প্রশাসক জাহিদুল ইসলামকে এক “মানবিক অভিভাবক” হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে মনে করছেন স্থানীয় জনসাধারণ।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: