প্রকৃতি মাল্টি মিডিয়া ও এস এস প্রোডাকশনের যৌথ আয়োজনে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনে অবস্থিত সিনামুন চাইনীজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে মিউজিক্যাল ডান্স শো সিনেটোন এর জমকালো মহরত ।
আজ সোমবার প্রকৃতি মাল্টি মিডিয়ার সভাপতি মোঃ আশরাফ হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পেপার ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দৈনিক খবর প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক এস.এম ইকবাল রুমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নাট্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক সামসুল আহসান রোমান, সৃষ্টি গ্রুপ থিয়েটার ও সেবা সকাল চেয়ারম্যান বিশিষ্ট সংবাদ ও নাট্যকর্মী এম আর হায়দার রানা, নারায়ণগঞ্জ নাট্যশক্তির কর্ণধার বিশিষ্ট মঞ্চ চলচ্চিত্র অভিনেতা এবং নির্দেশক ফজলুল হক পলাশ,সম্মিলিত নাট্যকর্মী জোট নারায়ণগঞ্জের সাধারণ সম্পাদক কবির প্রধান,নারায়ণগঞ্জ নাট্য শিল্পী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর আজিজ ইমন, ঢাকা থেকে আগত মাতৃছায়া থিয়েটারের সাধারণ সম্পাদক শরীফ সারোয়ার, ফ্রেন্ডস মাল্টি মিডিয়ার সাধারণ সম্পাদক লোকমান হোসেন প্রমুখ ।
আয়োজিত অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ও সঞ্চালক মাসমুল হক সোহেলের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের আয়োজক শারমিন আক্তার লাবণ্য, নৃত্য পরিচালক শিশির, বাপ্পি, তোফাজ্জল,সুমন ও ইউসুফ । অভিনেত্রী শাকিলা, নদী ও সিমরান পাখি । আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে শুভ মহরত অনুষ্ঠিত হয়। আগামী ২৬ ডিসেম্বর ২০২৫ নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এই মিউজিক্যাল ডান্স শো সিনেটোন অনুষ্ঠিত হবে বলে আয়োজক সংগঠনের কর্ণধার একথা জানিয়েছেন।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
