আপসহীন দেশনেত্রী, মাদার অব ডেমোক্রেসি ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও শ্রদ্ধার সাথে তাঁর রুহের মাগফিরাত কামনায় শোকবিহ্বল দোয়া মাহফিলের আয়োজন করেছে নারায়ণগঞ্জ অটো রিকশা ইউনিয়ন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাদ আসর নারায়ণগঞ্জের কেন্দ্রীয় বাস স্টানের সামনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কে এম মাজহারুল ইসলাম জোসেফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে ননারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের যুগ্ম আহবায়ক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ অটো রিক্সা চালক ইউনিয়নের আহ্বায়ক এসএম ইমদাদুল হক মিলন।
দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কে এম মাজহারুল ইসলাম জুসের বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আপসহীন সংগ্রামে তিনি আজীবন অবিচল ছিলেন। তাঁর নেতৃত্বেই বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। দেশনেত্রীর জীবনের প্রতিটি অধ্যায় ছিল গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের ইতিহাস।
তিনি আরও বলেন, আজ আমরা গভীর শোকাহত। আল্লাহর দরবারে দোয়া করি, মহান আল্লাহ যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সঙ্গে তাঁর রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নের দায়িত্ব এখন আমাদের ওপর। সামনে জাতীয় নির্বাচন। নারায়ণগঞ্জ-৫ আসনসহ নারায়ণগঞ্জের প্রতিটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। জনগণ আজ পরিবর্তন চায়, জনগণ বিএনপির দিকেই তাকিয়ে আছে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, কোনো বিভেদ নয়, কোনো স্বার্থপরতা নয় খালেদা জিয়ার আদর্শ বুকে ধারণ করে ঐক্যবদ্ধ হয়ে পাঁচ আসনের মনোনীত প্রার্থীকে জয়ী করে আনতে হবে।
দোয়া মাহফিলে সভাপতি এস এম ইমদাদুল হক মিলন বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন গণতন্ত্রের প্রতীক। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর আপসহীন নেতৃত্ব বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। জাতির এই ক্রান্তিলগ্নে তাঁর আদর্শকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। শোককে শক্তিতে পরিণত করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।
এ সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও নারায়ণগঞ্জ অটো রিক্সা চালক ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেষে দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
