ফরিদপুরের মধুখালীতে বটগাছ ও বাসের মধ্যে আটকে পড়া লোকটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রায় দুই ঘণ্টা পর আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে একটি রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত বাসটিকে টেনে বের করার হয় পরে ওই ব্যক্তিকে উদ্ধার করে। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এ উদ্ধার কাজ কাজ পরিচালনা করে।
এর আগে আজ সকাল সাড়ে নয়টার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার মেছরদিয়া মোড়ে ঢাকা-খুলনা মহাসড়কে যশোরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বটগাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় গাছের পাশে ভ্যান নিয়ে বসে থাকা আমিনুল ইসলাম বিদুল (৫৫) বাস ও গাছের মাঝে আটকে পড়েন।
আমিনুল ইসলাম বিদুল কামালদিয়া ইউনিয়নের কালপোহা গ্রামের মৃত তাছের শেখের ছেলে। তাকে জীবিত উদ্ধারের পর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ফরিদপুর ফায়ার সার্ভিসের ইনস্পেক্টর অধীর চন্দ্র হাওলাদার বলেন, ‘বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে এবং একজন ভ্যানচালক আটকে পড়েন। আমরা দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করি। আটকে পড়া ওই ব্যক্তি দুই পায়ে মারাত্মক আঘাত পেয়েছেন।’
যাত্রীরা জানান, একটি স্পিড ব্রেকার লক্ষ্য না করেই চালক বাসটি দ্রুতগতিতে চালিয়ে যান। এতে বাসটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম নুরুজ্জামান জানান, ‘আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করেছি এবং দুর্ঘটনাকবলিত বাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।