ঢাকাবৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁয়ে শাশুড়িকে হত্যা মামলায় জামাতা নান্টু গ্রেফতার

সোনারগাঁ সংবাদদাতা
জুলাই ৩, ২০২৫ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সোনারগাঁয়ে ফাতেমা নামে এক মহিলাকে শ্বাসরোধে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত প্রধান আসামি মোঃ রাশেদুল ইসলাম নান্টুকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার (১লা জুলাই) রাতে জেলার সোনারগাঁও থানার টিপরদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি মোঃ রাশেদুল ইসলাম নান্টু হলো সোনারগাঁও থানার পুরান টিপরদী, এসিআই গেইট কাজীবাড়ির মৃত কাজী আব্দুল কাশেমের ছেলে।

র‌্যাবের স্কোয়াড কমান্ডার মো.সামসুর রহমান প্রেরিত এক প্রেস বিজ্ঞপিততে জানা যায় যে, গত বছরের ২২ সেপ্টেম্বর রবিবার সকাল ৮টার সময় সোনারগাঁও থানার বস্তুল গ্রামস্থ বস্তুল টু গাউসিয়াগামী পাকা রাস্তার পশ্চিম পাশের্^র ঢাল হতে ফাতেমা বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধার করে সোনারগাঁও থানার পুলিশ। নিহত ফাতেমা বেগম বন্দর উপজেলার দশদোনা গ্রামের আব্দুল করিমের স্ত্রী। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানা যায়। গত ২১ সেপ্টেম্বর রোজ শনিবার বিকালে ফাতেমা বেগমের মেয়ে জামাই ঘাতক মোঃ রাশেদুল ইসলাম নান্টু তাকে ব্যাংকে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের করে নিয়ে যায়।

বিকাল ৫টার দিকে পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে মোঃ রাশেদুল ইসলাম নান্টু জানান, সে তার শাশুড়ী ফাতেমা বেগমকে ৩৩ হাজার টাকাসহ বাড়িতে পাঠিয়ে দিয়েছে। কিন্তু রাত ৮টা পর্যন্ত তিনি বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজখবর নেওয়ার পরে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরের দিন সকালে থানাধীন বস্তুল গ্রামস্থ বস্তুল টু গাউসিয়াগামী পাকা রাস্তার পশ্চিম পাশের্^র ঢালে ফাতেমা বেগমের মরদেহ পাওয়া যায়। অত্র মামলার এজাহার সূত্রে জানা যায় যে, গত ২১ সেপ্টেম্বর ২০২৪ বিকাল সাড়ে ৩টা হতে ২২ সেপ্টেম্বর সকাল ৮ টার মধ্যে যেকোন সময় ফাতেমা বেগমকে তার মেয়ের জামাই ঘাতক মোঃ রাশেদুল ইসলাম নান্টু শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়। নিহত ফাতেমা বেগম বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের নান্টুর ঋণের জামিনদার ছিলেন। ঋণের টাকা মওকুফের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে মর্মে জানা যায়। পরবর্তীতে সোনারগাঁ থানা পুলিশ নিহত ফাতেমা বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এরই প্রেক্ষিতে নিহতের ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি নিয়মিত হত্যা মামলা দায়ের করেন। যা সোনারগাঁও থানার মামলা নং-২১, (২৩/৯/২৪ইং) ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০। গ্রেফতারকৃত আসামী মোঃ রাশেদুল ইসলাম নান্টুকে পরবর্তী আইনানুগ কার্যক্রম এর জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: