ঢাকাবৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ জেলা নান্দাইল মডেল থানার অভিযানে ট্রান্সফরমার চোর চক্রের ০৩ সদস্য গ্রেফতার

মোঃ আলমগীর হোসেন
জুলাই ৩, ২০২৫ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

গত ০২/০৭/২০২৫ খ্রিঃ তারিখে রাত্রিকালীন নিয়মিত টহল ডিউটি সহ অভিযান পরিচালনা কালে অফিসার ইনচার্জ, নান্দাইল মডেল থানা এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ভোর অনুমান ০৪.৪০ ঘটিকার সময় নান্দাইল থানাধীন ০৯নং আচারগাঁও ইউনিয়নের জামতালা বাজার এলাকায় ০৩ টি বৈদ্যুতিক ট্রান্সফরমার সহ ট্রান্সফরমার চোর চক্রের ০৩ সদস্যকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে উক্ত বিষয়ে ০২/০৭/২০২৫ খ্রিঃ কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অধীন নান্দাইল জোনাল অফিস এর সহকারী জেনারেল ম্যানেজার জনাব অসীম কুমার দাস বাদী হয়ে নান্দাইল মডেল থানায় অভিযোগ দায়ের করেন। নান্দাইল মডেল থানার মামলা নং-০৩, তাং-০২/০৭/২০২৫ খ্রিঃ, ধারা-২০১৮ সালের বিদ্যুৎ আইনের ৩৫ রুজু করা হয়। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

ধৃত আসামীদের পূর্ণ নাম ও ঠিকানা- মোঃ আলমগীর (৪৫), পিতা-শাহেদ আলী, মাতা-আনোয়ারা ওরফে জগতা বেগম, সাং-পূর্ব তারাপাশা, থানা-কিশোরগঞ্জ সদর, জেলা-কিশোরগঞ্জ। মোঃ শাহজাহান (৩৫), পিতা-মৃত আব্দুল হাকিম, মাতা-বাবুর মা, সাং-কালিয়ার কান্দা (মাঠের বাজার),থানা-কিশোরগঞ্জ সদর, জেলা-কিশোরগঞ্জ। মোঃ নয়ন মিয়া (৪৮), পিতা-মৃত মহরম আলী, মাতা-রহিমা খাতুন, সাং-পূর্ব তারাপাশা, থানা-কিশোরগঞ্জ সদর, জেলা-কিশোরগঞ্জ। উদ্ধারকৃত আলামত-১। ট্রান্সফরমার ০৫ কেভিএ -০৩ টি।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: