জেলা গোয়েন্দা শাখা (ডিবি), বগুড়ার বিশেষ অভিযানে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎকারী এক প্রতারক গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ শামীম রহমান (৩৩)। তার বাড়ি বগুড়া জেলার নিশিন্দারা কারবালা এলাকায়। তিনি নিজেকে “ব্যারিস্টার শামীম রহমান” পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিএনপি ও যুবদলের পদ দেওয়ার আশ্বাসে টাকা আদায় করে আসছিলেন বলে অভিযোগ উঠেছে। জানা যায়, বাদী হারুন-উর-রশিদ গত ২ জুলাই বগুড়া সদর থানায় অভিযোগ করেন যে, আসামী শামীম রহমান মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহার করে নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চাচাতো ভাই পরিচয় দেন এবং কেন্দ্রীয় ও জেলা যুবদলে পদ পাইয়ে দেওয়ার প্রলোভনে সাক্ষী মোঃ ইমরান হোসেন ও মোঃ গোলাম রব্বানীর কাছ থেকে মোট ৫০ হাজার টাকা হাতিয়ে নেন।
পরে অনুসন্ধানে জানা যায়, আসামী শামীম রহমানের এমন কোনো রাজনৈতিক পরিচয় নেই। সে বিভিন্ন সময় ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার নেতা-কর্মীদের ফোন দিয়ে দলীয় পদ কিংবা প্রশাসনের পোস্টিং এর আশ্বাস দিয়ে অর্থ আদায় করতেন। এ বিষয়ে বগুড়া সদর থানায় মামলা নং-০৯, তারিখ-০৩/০৭/২০২৫, ধারা-৪১৯/৪২০ অনুযায়ী একটি মামলা দায়ের হয়। এ মামলার পরিপ্রেক্ষিতে বগুড়ার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ডিবির এসআই মোঃ আবু জাফর ও এসআই মোঃ জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। ৩ জুলাই সকাল ৭টায় ডিএমপি ঢাকার উত্তরা ৪ নম্বর সেক্টরের মাটির মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন কোম্পানির ডজনখানেক সিমকার্ড, দুইটি মোবাইল ফোন, চারটি ব্যাংক এ.টি.এম কার্ড এবং ১০টি স্বাক্ষরিত ফাঁকা চেক উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম রহমান প্রতারণার কথা স্বীকার করেছেন। তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রতারণার এই ঘটনার পর রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ জনগণের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে আরও বেশ কয়েকটি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।