ঢাকাশনিবার , ১২ জুলাই ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

বস্তুনিষ্ঠ তথ্য নির্ভর সংবাদ প্রকাশ করা অপরিহার্য : জোসেফ

নিজস্ব সংবাদদাতা
জুলাই ১২, ২০২৫ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদ মাধ্যমে নিরপেক্ষতা প্রমাণের জন্য বস্তুনিষ্ঠ তথ্য নির্ভর সংবাদ প্রকাশ করা অপরিহার্য। এর অর্থ হলো, কোনো ঘটনার বিবরণ দেয়ার সময় ব্যক্তিগত মতামত বা পক্ষপাতিত্ব এড়িয়ে শুধু সত্য ঘটনা এবং নির্ভরযোগ্য উৎস থেকে পাওয়া তথ্য পরিবেশন করা। এতে করে পাঠক বা শ্রোতারা একটি ঘটনার সম্পূর্ণ চিত্র পায় এবং নিজেরাই একটি সিদ্ধান্তে উপনীত হতে পারে বলে মন্তব্য করেছেন দৈনিক আজকের নীরবাংলা’র প্রধান উপদেষ্টা কে এম মাজহারুল ইসলাম জোসেফ।
গতকাল শুক্রবার সন্ধ্যায় দৈনিক আজকের নীরবাংলা’র প্রধান উপদেষ্টা কে এম মাজহারুল ইসলাম জোসেফ এর শারীরিক খোঁজ খবর নেয়ার জন্য দৈনিক আজকের নীরবাংলা’র সম্পাদক ও প্রকাশক একেএম ইমদাদুল হক মিলনের নেতৃত্বে পত্রিকার কর্মকর্তারা গেলে এ সময় তিনি এ কথা বলেন।

এ সময় দৈনিক আজকের নীরবাংলা’র নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, প্রধান বার্তা সম্পাদক এম আর হায়দার রানা, সহ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনির, মোঃ শাহীন ভান্ডারী সহ অনেকেই উপস্থিত ছিলেন।

কে এম মাজহারুল ইসলাম জোসেফ বলেছেন, কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর প্রতি পক্ষপাতিত্ব না করে, ঘটনার পেছনের সত্য তুলে ধরা উচিত। একটি ঘটনার একাধিক দিক থাকতে পারে। সম্ভব হলে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ঘটনাটি উপস্থাপন করা উচিত, যাতে পাঠক একটি ভারসাম্যপূর্ণ ধারণা পায়।অস্পষ্টতা বা দ্ব্যর্থক ভাষা ব্যবহার করা উচিত নয়। তথ্য পরিবেশনে স্পষ্ট এবং সঠিক ভাষা ব্যবহার করা উচিত।

তিনি আরো বলেন, সংবেদনশীল বা বিতর্কিত বিষয়ে সংবাদ পরিবেশনের সময় এমন শব্দ ব্যবহার করা উচিত যা পক্ষপাতদুষ্ট নয়। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সমালোচনা করার ক্ষেত্রেও বস্তুনিষ্ঠতা বজায় রাখা উচিত। গঠনমূলক সমালোচনা করা ভালো, কিন্তু ব্যক্তিগত আক্রমণ বা ভিত্তিহীন অভিযোগ করা উচিত নয়।

 

 

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: