ঢাকাবুধবার , ১৬ জুলাই ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে হামলার শিকার এনসিপি নেতারা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিয়েছেন

ajkernirbangla@gmail.com
জুলাই ১৬, ২০২৫ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতাদের গাড়িবহরে হামলার পর দলটির কেন্দ্রীয় নেতারা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিয়েছেন। সমাবেশ শেষ করে গোপালগঞ্জ থেকে বের হওয়ার পথে তাদের ওপর হামলা চালানো হয়।

বুধবার বিকেল পৌনে ৩টার দিকে শহরের লঞ্চ ঘাট এলাকায় গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এর আগে সকাল থেকেই দফায় দফায় হামলা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যেই এনসিপি নেতারা শহরের পৌর পার্ক এলাকায় সমাবেশ করেছিলেন।

এনসিপির যুগ্ম সদস্যসচিব **আলাউদ্দিন মোহাম্মদ** বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সমাবেশ থেকে পুলিশ ও সেনাবাহিনীর প্রহরায় গাড়িবহর নিয়ে বের হওয়ার কিছুক্ষণ পরই শত শত জনতা তাদের ওপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার পর পরই পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এনসিপি নেতাদের গাড়িবহর ঘুরিয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যান, যেখানে তারা বর্তমানে অবস্থান করছেন।

আলাউদ্দিন মোহাম্মদ বলেন, “এনসিপির কেন্দ্রীয় নেতারা সন্ত্রাসীদের আক্রমণের শিকার হয়ে পাশের একটি ভবনে আশ্রয় নিয়েছেন। পরে জানতে পেরেছেন এটি জেলা পুলিশ সুপারের কার্যালয়।” তিনি আরও জানান, এখন আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তারা সন্ত্রাসপ্রবণ এলাকা অতিক্রম করে পদযাত্রার পরবর্তী কর্মসূচিতে যোগ দেওয়ার চেষ্টা করছেন।

ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা বলছেন, গোপালগঞ্জের গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। মানুষের পক্ষে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে। এই ঘটনা গোপালগঞ্জে রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: