রাজধানীর কাকরাইল মোড়, রূপায়ণ করিম টাওয়ারের তৃতীয় তলায় অবস্থিত এ বি সি এইচ জে কোম্পানি লিমিটেডের ছত্রছায়ায় গড়ে উঠেছে এক ভয়ংকর প্রতারণা চক্র। অভিযোগ রয়েছে, লিটন নামের এক ব্যক্তি, যিনি একসময় যুবলীগের কর্মী ছিলেন, বর্তমানে আদম ব্যবসা ও অবৈধ ভিসা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন। সূত্র মতে, লিটনের দেশের বাড়ি নোয়াখালী হলেও তিনি দীর্ঘদিন ধরে মুগদা এলাকায় বসবাস করছেন। স্থানীয়দের অভিযোগ, মুগদা বড় মসজিদ সংলগ্ন এলাকায় তার প্রভাবশালী অবস্থান রয়েছে এবং তিনি নিয়মিত চাঁদাবাজি ও দালালি করে থাকেন।
লিটনের প্রতারণার ইতিহাস শুরু হয় ওসমানীয়া ওভারসীজ লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানে পিয়ন হিসেবে কর্মরত অবস্থায়। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ওসমান বিদেশে পাঠানোর প্রতিশ্রæতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপনে সৌদি আরব রিয়াদে চলে যান। অভিযোগ রয়েছে, লিটন এই প্রতারণার মাধ্যমে মোঃ ওসমানের সঙ্গে মিলিত হয়ে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেন।
বর্তমানে লিটন এ বি সি এইচ জে কোম্পানি লিমিটেড-এর মালিক শাহিন খান, ম্যানেজার আমজাদ এবং জেনারেল ম্যানেজার শাহপরান ফরাজের সঙ্গে মিলে অবৈধ ভিসা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করছেন। অভিযোগকারীরা জানিয়েছেন, ভিসা প্রদানের নামে প্রতারণা করে লিটন ও তার সহযোগীরা একাধিক ব্যক্তিকে বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে অর্থ গ্রহণ করেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ভিসা প্রদান করা হয় না বা জাল ভিসা দেওয়া হয়। ভুক্তভোগীরা জানিয়েছেন, তারা প্রতারণার শিকার হয়ে আর্থিকভাবে বিপর্যস্ত। অনেকে পরিবার বিক্রি করে বিদেশ যাওয়ার স্বপ্নে টাকা দিয়েছেন, কিন্তু এখনো কোনো সাড়া পাননি। বিশেষজ্ঞরা মনে করছেন, আদম ব্যবসা ও ভিসা প্রতারণা একটি আন্তর্জাতিক অপরাধ, যা মানবপাচারের সঙ্গে সম্পর্কিত।
এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণ জরুরি। স্থানীয়রা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, লিটনের বিরুদ্ধে দ্রæত তদন্ত করে তাকে আইনের আওতায় আনা হোক।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।