যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের অভিজাত এলাকা ম্যানহাটানে এক বন্দুকধারীর গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সন্দেহভাজন বন্দুকধারীও পরে আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর সিএনএনের।
ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায়, ম্যানহাটানের পার্ক এভিনিউর ৩৪৫ নম্বর ঠিকানায় অবস্থিত বহুজাতিক বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন ইনভেস্টমেন্ট কোম্পানির কার্যালয়ে। ওই এলাকাটি করপোরেট সদর দপ্তর, পাঁচ তারকা হোটেল এবং বিলাসবহুল অ্যাপার্টমেন্টের জন্য পরিচিত।
ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)–এ এক বার্তায় নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বলেন,“একজন পুলিশ কর্মকর্তাকে আঘাত করা হয়েছে। তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তবে নিউইয়র্ক পুলিশের মুখপাত্র এখনও নিশ্চিত করেননি নিহত পুলিশ সদস্যের পরিচয় বা মৃত্যু নিশ্চিতভাবে ঘটেছে কিনা।
ম্যানহাটানের ইস্ট ৫১তম স্ট্রিট ও পার্ক এভিনিউ সংলগ্ন পুরো এলাকা নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে একাধিক পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স ও স্বতঃসজ্জিত বাহিনী মোতায়েন রয়েছে। পুলিশ জানায়, নিহত বন্দুকধারীর পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। এ পর্যন্ত তার উদ্দেশ্য ও পূর্ব ইতিহাস সম্পর্কে কিছু জানা যায়নি।
তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে হামলার মোটিভ নিশ্চিত করার চেষ্টা করছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি “টার্গেটেড অ্যাটাক” হতে পারে, অর্থাৎ পূর্বপরিকল্পিতভাবে নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।