গ্রীন এন্ড ক্লিন কর্মসূচীর আওতায় পেশাদার গাড়ী চালকদের নিয়ে নারায়ণগঞ্জে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় এ বিশেষ প্রশিক্ষণ কর্মশালাটি। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআরটিএ নারায়ণগঞ্জ সার্কেলের আয়োজনে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান।
এসময় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমরা গাড়ীচালক যারা আছি আমরা চাপমুক্ত হয়ে গাড়ী চালাবো যাতে আমরা নিজেরাও যাতে ক্ষতিগ্রস্ত না হই এবং নিজেরাই যেন শংকাগ্রস্থ না হই।এর পাশাপাশি আমি বলতে চাই যারা সড়কে গাড়ী চালান তাদের মনে রাখতে হবে এই গাড়ীটা আমাদের জীবিকা শক্তির মূল উৎস।এই গাড়ীটা চালিয়ে আপনে সংসার চালাচ্ছেন। তাই এই গাড়ীটারও আপনার যত নিতে হবে।আমরা গাড়ী চালাচ্ছি আমাদের দেখতে হবে আমাদের ডানে বামে অন্য গাড়ী আছে কিনা। সরকার আমাদের যে সুযোগ সুবিধা দেয় এবং নির্দেশনা দিয়েছে আমাদের তা মেনে চলতে হবে।সুতরাং এই গাড়ীগুলার ক্ষেত্রে আমাদের যেন আন্তরিকতা থাকে ও ভালোবাসা থাকে।কারন এই গাড়ীটা আছে বলেই আমার পরিচয়।আপনে ড্রাইভার না হলে কি আপনার পরিচয় ড্রাইভার বলতে পারবেন। নারায়ণগঞ্জ ডিসি আরও বলেন, গাড়ি চালকদের প্রশিক্ষণের বিকল্প নেই।
একটি উপযুক্ত প্রশিক্ষণ প্রোগ্রামের মাধ্যমে একজন চালক সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে পারে এবং দুর্ঘটনার ঝুঁকি কমাতে পারে। প্রশিক্ষণের মাধ্যমে চালকরা ট্রাফিক আইন ও বিধি-নিষেধ সম্পর্কে জানতে পারে, যা তাদের আরও দায়িত্বশীল করে তোলে। তাই আমরা এর আগেও বাস গাড়ী চালকদের প্রশিক্ষণ দিয়েছি।আমাদের এই প্রশিক্ষণ অব্যাহত থাকবে। এছাড়াও প্রশিক্ষণ কর্মশালায় বিআরটিএ নারায়ণগঞ্জ এর সহকারী পরিচালক মাহবুবুর রহমান নিরাপদ সড়কের গুরুত্ব, সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার, মোটরযান চলাচলের নিয়মাবলী, ট্রাফিক আইন, ট্রাফিক সাইন, সিগন্যাল, সড়ক পরিবহন আইন এর আওতায় বিভিন্ন অপরাধ ও শাস্তিমূলক ব্যবস্থা, মোটরযানের বিভিন্ন যন্ত্রাংশ, শব্দদূষণ, শীতকালে কুয়াশায় সতর্কতার সঙ্গে গাড়ি চালানো, চালকদের স্বাস্থ্যবিধি, শিষ্টাচার, নৈতিকতা আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ও উন্নত মানসিকতা গঠন, যাত্রী সাধারণের সাথে ভালো আচরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
