গতকাল বুধবার বিকাল ৩টায় চিটাগাং রোড মিনার মসজিদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ১নং ওয়ার্ড শাখার উদ্যোগে ওয়ার্ড সভাপতি আলহাজ্ব ওবায়দুল হক এর সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মাদ যোবায়ের হোসেন সাইদ এর সঞ্চালনায় চিটাগাংরোড মিনার মসজিদে বাদ জোহর দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুফতী মাসুম বিল্লাহ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা উত্তর সভাপতি মুহাম্মাদ ইসমাইল হোসেন, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাইয়্যেদ রিদওয়ান আহমাদ সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা উত্তর। আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ১নং ওয়ার্ডের জয়েন্ট সেক্রেটারি আবু বকর, প্রচার ও দাওয়াহ বি সম্পাদক মুহাম্মদ ফয়সাল আহমেদ, শিক্ষা ও সাংস্কৃতিক বি সম্পাদক মুহাম্মদ জাকির হোসেন, সংখ্যালঘু সম্পাদক মুহাম্মদ হাসানুজ্জামান, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুহাম্মাদ জাহাঙ্গীর আলম সহ ওয়ার্ড নেতৃবৃন্দ। মুফতি মাসুম বিল্লাহ বলেন, পি আর এর পক্ষে জনমত গড়ে তুলুন। পিআর ব্যতীত কোন নির্বাচন মেনে নেওয়া হবে না। দেশের কল্যাণে, জনগণের কল্যাণে পি আর পদ্ধতির নির্বাচনের কোন বিকল্প নেই। আগামী ১২ সেপ্টেম্বর চাষাড়া শহীদপ মিনারে পি আর এর পক্ষে জনমত গড়ে তোলার দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত গণ সমাবেশে সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
