ঢাকাবৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নাসিক প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসাইন নদী আর জলাশয় হচ্ছে প্রকৃতির ফুসফুস

নিজস্ব সংবাদদাতা
আগস্ট ২৮, ২০২৫ ৪:০০ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাকির হোসাইন বলেছেন, ‘শিল্প-কারখানায় ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) না থাকলে তরল বর্জ্য সরাসরি নদীতে গিয়ে জমবে, আর তাতেই নদীগুলো একসময় মরে যাবে।

তার ভাষায়, নদী আর জলাশয় হচ্ছে প্রকৃতির ফুসফুস। অথচ আমরা সেখানে তোশক, কাঁথা, বালিশসহ সব ধরনের ময়লা ফেলছি। আমার ফুসফুসে যদি সামান্য কিছুও ঢুকে যায় আমি বাঁচব না, ঠিক তেমনই নদীর ফুসফুস বন্ধ হয়ে আসছে। গতকাল বুধবার সকালে আলী আহমদ চুনকা পাঠাগারে শিল্প দূষণ রোধ ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক আলোচনায় তিনি এসব কথা বলেন। জাকির হোসাইন বলেন, ‘ইটিপি নিয়ে আমরা বহুবার আলোচনা করেছি। এটি আমাদের জন্য অত্যন্ত জরুরি। নগরীর সৌন্দর্য ফিরিয়ে আনতে হলে সচেতনতা এবং দায়িত্বশীলতা দুটোই দরকার। ওয়েস্ট এনার্জি প্রকল্প প্রসঙ্গ টেনে তিনি জানান, অতীতে কয়েকটি চায়না কম্পানি এই উদ্যোগ নিতে আগ্রহ দেখালেও অর্থনৈতিক জটিলতার কারণে শেষ পর্যন্ত কাজ এগোয়নি। ‘বিদ্যুৎ বিক্রি করে যদি বিনিয়োগকারী কম্পানি টাকা ফেরত না পায় তবে তারা কেন ইনভেস্ট করবে? এ প্রশ্নও রাখেন নাসিকের সিইও।

তবে তিনি আশ্বাস দেন, জালকুড়ি এলাকায় জমি অধিগ্রহণের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে, সেখানে নতুন একটি বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প শুরু হলে পরিস্থিতির উন্নতি হবে। বায়ুদূষণের প্রসঙ্গেও সতর্ক করেন তিনি। তার মতে, ‘শিল্প থেকেই সবচেয়ে বেশি ধুলা আর পার্টিকুলেট ম্যাটার তৈরি হচ্ছে। এর ফলে মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুদূষণও বাড়ছে। এ কারণে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে আরো কঠোর হতে হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: