সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাকরির বিজ্ঞপ্তির ছদ্মবেশে চলছে নোংরা ও অনৈতিক কার্যকলাপ। “গার্মেন্টস গ্রুপে জরুরি নিয়োগ” শিরোনামে একজন ব্যক্তি, জুবায়ের মোহাম্মদ হিমু নামে পরিচয় দিয়ে, তরুণীদের টার্গেট করে প্রকাশ করেছেন অশ্লীল ও প্রতারণামূলক পোস্ট।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, চাকরি করতে চাইলে “ফেস বাদে বডির ভিডিও” জমা দিতে হবে। এর বিনিময়ে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে মাসিক ৫০ হাজার থেকে ১ লাখ টাকা বেতন। পাশাপাশি বলা হয়েছে, ভোটার আইডি কার্ড জমা দিলেই টাকা “১০০% নিশ্চিত” পাওয়া যাবে। এমনকি বাড়তি “ভালো জব”-এর প্রলোভন দেখিয়ে দেওয়া হয়েছে এসএমএস করার আহ্বান। সমাজে অনৈতিকতার বিস্তার চাকরির আশায় অসহায় তরুণীরা এ ধরনের বিজ্ঞপ্তিতে সাড়া দিলে তারা শুধু প্রতারণার শিকারই নয়, বরং সামাজিক ও নৈতিকভাবে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে পারে। বিশেষজ্ঞদের মতে, এটি সরাসরি মানবপাচার, যৌন হয়রানি ও অনলাইন ব্ল্যাকমেইলের অংশ হতে পারে। আইন-শৃঙ্খলা বাহিনীর সতর্কতা আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এ ধরনের বিজ্ঞপ্তি কোনোভাবেই বৈধ চাকরির সুযোগ নয়। এটি মূলত প্রতারণা চক্রের ফাঁদ। ইতোমধ্যেই সাইবার অপরাধ দমন ইউনিটকে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানানো হয়েছে।
সচেতনতার আহ্বান সামাজিক সংগঠনগুলো জানিয়েছে, এ ধরনের অনৈতিক বিজ্ঞপ্তি শুধু প্রতারণাই নয়, বরং তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। অনলাইনে চাকরির বিজ্ঞপ্তি পেলে প্রথমেই সেটির উৎস যাচাই করতে হবে এবং সন্দেহজনক কিছু মনে হলে সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
