আড়াইহাজারে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। আজ বোরবার দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের সাইজাদী এলাকায় এ মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতরা হলো, সাইজাদী গ্রামের আবুল হোসেনের ছেলে আনিছুর রহমান আনিছ (৭) ও একই এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে জাহিদুর রহমান জাহেদ (৫)
পরিবারের বরাত দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসক মোশাররফ হোসেন জানান, রোববার সকাল ১১ টার দিকে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় আনিছ ও জাহেদ। সাঁতার না জানায় পুকুরের অল্প পানিতে নেমে গোসল করছিল দুইজনই। একপর্যায়ে পুকুরের গভীর পানিতে চলে গেলে ডুবে যায় তারা। পরিবারের লোকজন ভেবেছিলো পাশের বাড়িতে তারা খেলা করছে। দুপুর ১২টার দিকে তাদের মরদেহ পানিতে ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশু মারা যায়। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় এমনটি হয়েছে।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
