নারায়ণগঞ্জের কাঁচপুর আবু সাঈদ পাঠাগারকে আর্থিক অনুদান প্রদান করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নিজ কার্যালয়ে আবু সাঈদ পাঠাগার কতৃপক্ষের হাতে অনুদানের চেক প্রদান করেন তিনি।
জুলাই বিপ্লবের চেতনা ধারন করে জুলাই বিপ্লবের অন্যতম শ্রেষ্ঠ শহীদ আবু সাঈদের নামের স্বরনে কাঁচপুরের বিপ্লবী ছাত্র-জনতার সম্মিলিত উদ্যোগে কাঁচপুর বাস স্ট্যান্ডের পাশ্ববর্তী স্থানে একটি পাঠাগার স্থাপন করা হয়েছে। যার নাম করন করা হয়েছে “শহীদ আবু সাঈদ স্মৃতি পাঠাগার”।
“শহীদ আবু সাঈদ স্মৃতি পাঠাগার” এর সার্বিক উন্নয়ন ও পাঠোপযোগী করে তোলার লক্ষে উক্ত পাঠাগারের উন্নয়ন প্রকল্পে অর্থ বরাদ্দ করে তরুন ছাত্র সমাজ ও সর্ব সাধারনের জ্ঞানের আলোয় আলোকিত হয়ে রাষ্ট্রের কল্যানে ভূমিকা রাখার সুযোগ করে দেয়ার লক্ষ্যে এ অনুদান প্রদান করা হয়।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।