আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) এবং নারায়ণগঞ্জ-৪ (সদর) আসনের ভোটার ও ভোটকেন্দ্রের নতুন তথ্য প্রকাশ করেছে জেলা নির্বাচন অফিস। উভয় আসনে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৮৩ হাজার ৯৫২ জন।আজ রবিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন এই তথ্য সম্বলিত সার-সংক্ষেপটি প্রকাশ করেন।
সোনারগাঁ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৩ হাজার ৩৭৫ জন, যার মধ্যে পুরুষ ১ লাখ ৮৬ হাজার ২৪৩ জন, মহিলা ১ লাখ ৭৭ হাজার ১৩২ জন। এখানে ২টি হিজড়া ভোটারও রয়েছেন। এ আসনে মোট ১৪৩টি স্থায়ী ভোটকেন্দ্র এবং ৭৮৩টি ভোটকক্ষ রয়েছে। এর মধ্যে পুরুষদের জন্য ৩৬০টি এবং মহিলাদের জন্য ৩৯৩টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। এছাড়াও, ১৮টি অস্থায়ী ভোটকক্ষও অন্তর্ভুক্ত করা হয়েছে। ভোটার সংখ্যা বৃদ্ধি এবং ভোটারদের সুবিধার্থে সোনারগাঁ উপজেলায় ১৩টি নতুন ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগ কেন্দ্রই মহিলা ভোটারদের জন্য আলাদাভাবে তৈরি করা হয়েছে। যেমন: কারিমিয়া ইসলামিয়া আনন্দ বাজার মাদ্রাসা: পুরুষ ভোটারদের জন্য নতুন কেন্দ্র। কাইকারটেক নবাব হাবিব উল্লাহ উচ্চ বিদ্যালয়: মহিলা ভোটারদের জন্য নতুন কেন্দ্র। তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়: পুরুষ ও মহিলা ভোটারদের জন্য আলাদা দুটি নতুন কেন্দ্র। চেঙ্গাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়: মহিলা ভোটারদের জন্য নতুন কেন্দ্র। খাসেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়: যাতায়াতের সুবিধার জন্য নতুন কেন্দ্র। জামীয়া আরাবীয়া মারকাজুল উলুম মঞ্জিল খোলা মাদ্রাসা: মহিলা ভোটারদের জন্য নতুন কেন্দ্র। সিনহা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়: মহিলা ভোটারদের জন্য নতুন কেন্দ্র। নয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়: মহিলা ভোটারদের জন্য নতুন কেন্দ্র। গোয়ালপাড়া হাই স্কুল: মহিলা ভোটারদের জন্য নতুন কেন্দ্র। মুন্সিপুর দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা: নতুন কেন্দ্র। জামপুর মাঝেরচর মধুসুদন গৌর কিশোর উচ্চ বিদ্যালয়: মহিলা ভোটারদের জন্য নতুন কেন্দ্র। চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়: মহিলা ভোটারদের জন্য নতুন কেন্দ্র। চর হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়: মহিলা ভোটারদের জন্য নতুন কেন্দ্র।
ভোটকেন্দ্র পরিবর্তন: মংগলের গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়-এ কেন্দ্র স্থানান্তর। দুধঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কোরবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়-এ কেন্দ্র পরিবর্তন। কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ছায়েদা খাতুন ইসলামিয়া দাখিল মাদ্রাসা-এ কেন্দ্র পরিবর্তন। কাঁচপুর ইউনিয়ন পরিষদ থেকে মাদরাসাতুল মদিনা দারুল উলুম কাঁচপুর-এ কেন্দ্র পরিবর্তন। নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ অফিস থেকে ভৌমিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়-এ কেন্দ্র পরিবর্তন। পেরাব সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পেরাব আদর্শ উচ্চ বিদ্যালয়-এ কেন্দ্র পরিবর্তন। কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এখলাস উদ্দিন আইডিয়াল স্কুল-এ কেন্দ্র পরিবর্তন। আলিমুন নেছা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়-এ কেন্দ্র পরিবর্তন। মুছারচর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মুছারচর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়-এ কেন্দ্র পরিবর্তন। হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়-এ কেন্দ্র পরিবর্তন। নারায়ণগঞ্জ সদর (আংশিক) ও সিটি কর্পোরেশন (নারায়ণগঞ্জ-৪) আসনের ভোটার ও ভোটকেন্দ্র নারায়ণগঞ্জ-৪ আসনে মোট ভোটার ৫ লাখ ৮৩ হাজার ৯৫২ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৯৬ হাজার ৭৪৬ জন, মহিলা ২ লাখ ৮৭ হাজার ২০৪ জন। এই আসনে ২টি হিজড়া ভোটারও রয়েছেন। এখানে মোট ২১০টি ভোটকেন্দ্র এবং ১,১৭৯টি ভোটকক্ষ রয়েছে। এর মধ্যে পুরুষদের জন্য ৫৫০টি এবং মহিলাদের জন্য ৬২১টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। এছাড়াও, ৮০টি অস্থায়ী ভোটকক্ষও অন্তর্ভুক্ত করা হয়েছে।
ভোটকেন্দ্র পরিবর্তন: মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয় থেকে মিজমিজি হাজী আঃ সামাদ ইসলামিয়া আলিম মাদরাসা-এ কেন্দ্র পরিবর্তন। আনন্দলোক উচ্চ বিদ্যালয় থেকে মিজমিজি হাজী আঃ সামাদ ইসলামিয়া আলিম মাদরাসা-এ কেন্দ্র পরিবর্তন।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।