ঢাকাসোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া-কবিতা
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শিল্পপতি মাসুদুজ্জামান বিএনপিতে যোগদানে তৃনমূলে ক্ষোভ

নিজস্ব সংবাদদাতা
সেপ্টেম্বর ২২, ২০২৫ ১১:৩১ অপরাহ্ণ
Link Copied!

বসন্তের কোকিল বসন্তেই মানায়। বার্তমান বাংলাদেশে সুবিধাবাদী ও সুবিধাভোগিদের খপ্পরে বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি)তে ত্যাগিরা কোনঠাসা হয়ে পরেছে বলে দাবী তৃনমূল কর্মীদের। দলের দুঃসময়ে রাজপথে দেখা মেলেনি শিল্পপতিদের। রাজপথে লড়াই করে রক্ত দিয়ে তৃণমূল নেতাকর্মীরা ফ্যাসিবাদকে বিতাড়িত করার পর এখন বিএনপিতে ভিড়তে শুরু করেছেন সুসময়ের কোকিলেরা।
আজ সোমবার বিএনপি’র সদস্য ফরম সংগ্রহের মাধ্যমে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে মাসুদুজ্জামান ওরফে মডেল মাসুদ ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন। এই যোগদানের মাধ্যমে তিনি আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে দলীয় মনোনয়নের প্রত্যাশা করছেন।
এর আগে রোববার (২১ সেপ্টেম্বর) একটি চিঠিতে বিএনপিতে মাসুদুজ্জামানের যোগদানের অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করা হয়।
তৃনমূল কর্মীরা জানান, বিগত আওয়ামী লীগের আমলে দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামে কোথাও মাঠে দেখা যায়নি মাসুদুজ্জামানকে। ছিলেন পুরোদস্তুর ব্যাবসায়ী। এর মাঝে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতিও হয়েছিলেন তিনি। মাসুদুজ্জামানের ক্ষমতাশীল সৈরাচার সরকারের সাথে সক্ষতা ছিলো চোখে পড়ার মত।
আরো জানাযায়, পাঁচ আগষ্টের পর রাজনীতির মাঠে নামেন মাসুদুজ্জামান। অর্থের প্রভাবে ইতোমধ্যে বিশাল বলয় তৈরি করেছেন তিনি। তবে মাসুদের রাজনীতিতে আসাকে ইতিবাচক দেখলেও তার মনোনয়নের প্রত্যাশাকে ভালোভাবে দেখছে না বিএনপি’র তৃণমূল নেতাকর্মীরা।
এদিকে শিল্পপতি মডেল মাসুদের বিএনপিতে যোগদানের খবরে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে নারায়ণগঞ্জ বিএনপিতে।
২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর বিএনপির নেতাকর্মীদের দুঃসময়ের অবসান ঘটে। সেই সাথে আগমন ঘটে কিছু হাইব্রিড সুবিধাবাদী নেতাকর্মীদের যাদের গত ১৭ বছর দেখা যায়নি। এরা উড়ে এসে জুড়ে বসতে চাইছেন, বিভিন্ন মিটিং মিছিলে সামনের সারিতে জায়গা নিচ্ছেন।
বিএনপি’র তৃণমূল মনে করে, দুঃসময়ে যারা বিএনপির ঝান্ডা ধরেছিলেন, রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন, সুসময় তাদেরকেই মূল্যায়ন করতে হবে। কোন অতিথি পাখিকে তারা মেনে নেবেন না বিএনপির হাই কমান্ডের কাছে তাদের প্রত্যাশা।
নারায়ণগঞ্জ বিএনপিতে দীর্ঘদিন যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে হতাশ করে দিয়ে ৫ আগস্টের পর থেকে শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ ওরফে মডেল মাসুদ নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষের মনোনয়ন চাইছেন। এ লক্ষ্যে তিনি ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অতি সম্প্রতি তিনি বিশাল আয়োজন করে ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে বিএনপিতে যোগদান করেন যা দেখে তৃণমূল নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।
তৃণমূল মনে করে বিএনপির গত ১৭ বছরের আন্দোলন সংগ্রামে একদিনের জন্যও রাজপথে দেখা যায়নি মডেল মাসুদকে। বরং সে সময়ে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের সভা সমাবেশে প্রায়ই দেখা মিলেছে তার। দুঃসময়ের আন্দোলন সংগ্রামে যখন সারা দেশে বিএনপি’র নেতাকর্মীরা জীবন বাজি রেখে লড়াই করেছে তখন মাসুদুজ্জামান মাসুদ পুরোপুরি ব্যবসায়ী মেজাজে আওয়ামী লীগ নেতাদের সাথে পাল্লা দিয়ে সমান তালে ব্যবসা করেছেন, কামিয়েছেন কোটি কোটি টাকা।
গত ১৫ বছরে সরকার বিরোধী আন্দোলনের মিটিং মিছিলে একবারের জন্যও দেখা মিলেনি মডেল মাসুদের। সারাদেশে বিএনপি’র নেতাকর্মীরা সরকারের মামলা হামলায় জর্জরিত হলেও মডেল মাসুদকে কোনদিন পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ বিরক্ত করেনি। দলের দুঃসময় কেটে যাওয়ায় মঞ্চে আবির্ভূত হয়েছেন এই ব্যবসায়ী। আওয়ামী লীগের আমলে কামানো কোটি কোটি টাকা নিয়ে নেমে পড়েছেন মনোনয়ন কেনার প্রতিযোগিতায়।
তবে নারায়ণগঞ্জ-৫ আসনের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, বিগত দিনে যারা রাজপথে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন তাদেরকেই দলীয় মনোনয়ন দিতে হবে। যারা আওয়ামী লীগ আমলে মামলা হামলা খায়নি, আওয়ামী লীগ নেতাদের সাথে মিলেমিশে ব্যবসা-বাণিজ্য করেছেন আর মোটা টাকার মালিক হয়েছেন, তাদেরকে মনোনয়ন দেয়া হলে তারা মানবেন না। এবারের দলীয় মনোনয়ন যাতে টাকায় বিক্রি না হয় সেদিকে লক্ষ্য রাখতে দলের হাই কমান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন তৃণমূল নেতাকর্মীরা।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: