ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী নারায়ণগঞ্জ জেলাধীন সোনারগাঁও উপজেলা পরিদর্শন করেন। আজ সোমবার পরিদর্শনকালে ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আজমল হোসেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান উপস্থিত ছিলেন।
পরিদর্শনের শুরুতে বিভাগীয় কমিশনার সোনারগাঁও উপজেলার প্রবেশগেট উদ্ধোধন করেন। পরবর্তীতে তিনি নাজমা পেপার এন্ড বোর্ড মিলস লি. দর্শন করেন। এরপর সোনারগাঁও উপজেলা পরিষদ প্রাংগণে উপস্থিত হয়ে গ্রিন এন্ড ক্লিন কর্মসূচির অংশ হিসেবে কমিশনার এবং জেলা প্রশাসক বৃক্ষরোপণ করেন। এরপর উপজেলা পরিষদের আধুনিক প্রযুক্তিসম্পন্ন সভাকক্ষ উদ্ধোধন করে উপজেলার সকল সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। পরবর্তীতে তিনি ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাভক শেড উদ্ধোধন করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কিছু সময় কাটান।
সর্বশেষ তিনি উপজেলার অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সম্মিলন-২০২৫ এ যোগদান করেন। উপজেলার শিক্ষার মানোন্নয়নে এবং সেরা শিক্ষক-শিক্ষার্থী ও বিদ্যালয়গুলোকে সম্মাননা জানাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই আয়োজন করা হয়।সম্মিলনে অতিথিবৃন্দ,শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, পাঠদান পদ্ধতির আধুনিকীকরণ এবং শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশ বিষয়ে মতামত তুলে ধরেন।
আলোচনান্তে উপজেলার সেরা বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অতিথিরা।অনুষ্ঠানে উপজেলার ১১৩ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক,শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।