ঢাকামঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া-কবিতা
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আখতারের উপর ডিম ছুড়ে মারার প্রতিবাদে না’গঞ্জে বিক্ষোভ করেছে এনসিপি

নিজস্ব সংবাদদাতা
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ১১:০৮ অপরাহ্ণ
Link Copied!

নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের হেনস্থা ও সদস্যসচিব আখতার হোসেনের উপর ডিম ছুড়ে মারার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির নারায়ণগঞ্জ জেলা কমিটির নেতারা।
গতকাল মঙ্গলবার বিকেলে সাড়ে চারটায় চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন তারা। পরে বঙ্গবন্ধু সড়কে বিক্ষোভ মিছিল করেন।
বিদেশের মাটিতে এনসিপি নেতাদের হেনস্থার তীব্র প্রতিবাদ জানিয়ে দলটির নেতারা বলেন, নারায়ণগঞ্জে ফ্যাসিস্টের কোনো জায়গা হবে না এবং ফ্যাসিস্টকে কারা শেল্টার দিচ্ছেন তাদেরও আমরা দেখছি। সকলের সম্পর্কে আমরা জানি। সুবিধা নিয়ে ফ্যাসিস্টের দালালি করার সুযোগ কাউকে দেওয়া হবে না। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ, দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী, দলটির নারায়ণগঞ্জ জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী আহমেদুর রহমান তনু, জেলা সমন্বয় কমিটির সদস্য জাবেদ আলম, যুব শক্তির সংগঠক নিরব রায়হান, এনসিপির জেলা কমিটির সদস্য লুবনা রহমান, তানজিমুল ইসলাম, আব্দুর রহমান গাফফারি, মোসা. সোনিয়া আক্তার (লুবনা), সোহেল খান সিদ্দিক, ফারদিন শেখ, মোস্তফা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর শাখার সাবেক আহ্বায়ক মাহফুজ খান, সাবেক সদস্য সচিব হৃদয় ভূঁইয়া প্রমুখ। প্রশাসনের উদ্দেশ্যে বক্তারা বলেন, দেশের মাটিতে ফ্যাসিস্টদের যদি উপযুক্ত শাস্তি হতো, তাহলে আজকে আমাদের এভাবে দাঁড়াতে হতো না। ফ্যাসিস্টরা আপনাদের ব্যবহার করেছে, আমরা ব্যবহার করতে চাই না। স্বতন্ত্রভাবে কাজ করতে দিতে চাই। সুতরাং আপনারা আপনাদের কাজ করেন। আর ব্যবহার না হয়ে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসেন। ‘অন্তর্বর্তী সরকার মুখে আঙুল দিয়ে দেশ চালাতে চায়’ মন্তব্য করে এনসিপির নেতারা বলেন, নারায়ণগঞ্জে ফ্যাসিস্টদের লোকজন আপনাদের (প্রশাসন) ও রাজনৈতিক বড়-বড় নেতাদের সাথে কথা বলছে, এটি কিন্তু হবার কথা না। যদি এমনটা হয় তাহলে আমরা এর বিরুদ্ধে দাঁড়াবো। আমরা দাঁড়াই সংখ্যায় কম, কিন্তু মাঠে নামলে সংখ্যায় কম থাকি না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মুখে আঙুল দিয়ে দেশ চালাতে চায়। এইটা হতে দেওয়া যাবে না। নারায়ণগঞ্জে কোন ফ্যাসিস্টদের জায়গা হবে না। এবং ফ্যাসিস্টদের যারা শেল্টার ও সুবিধা দিচ্ছেন তাদেরও আমরা দেখছি। কোন উপজেলা ও এলাকায় কে কী করছেন সবই দেখছি। আপনাদের জন্য কষ্ট হয় যে ১৭ বছর আপনারা কী কষ্ট করেছেন, আর আজকে কী করছেন! আপনাদের কাছ থেকে এটি আমরা প্রত্যাশা করি না।
উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি ও তাঁর সফরসঙ্গীরা স্থানীয় সময় সোমবার বিকেলে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণ করেন। সফরসঙ্গীদের মধ্যে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের একদল নেতা–কর্মীর সামনে পড়েন। এ সময় আখতার ও তাসনিম জারাকে উদ্দেশ করে আওয়ামী লীগ নেতা–কর্মীরা বিভিন্ন স্লোগান দেন ও কটূক্তি করেন। আখতার হোসেনকে হেনস্তা করার একপর্যায়ে তাঁর গায়ে ডিম নিক্ষেপ করা হয়।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: