ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্নিকন্যা বীর বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দারের ৯৩তম আত্মহুতি দিবসে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে আলোচনা সভা জেলা র্কাযালয়ে অনুষ্ঠিত হয়েছে। সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলার সভাপতি মিমি পূজা দাসের সভাপতিত্বে এবং সুলতানা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রিয় কমিটির দপ্তর সম্পাদক রুখসানা আফরোজ আশা, নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক কামরুন্নাহার রুমা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি মুন্নি সরদার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলার আহ্বায়ক সাইফুল ইসলাম , সদস্য সচিব নাসিমা সর্দার।
নেতৃবৃন্দ বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলনের সাহসী সৈনিক বীর বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্মগ্রহণ করেন ১৯১১ সালের ৫ মে চট্টগ্রামের ধলঘাট গ্্রামে। তিনি শিক্ষাজীবনে অত্যন্ত মেধাবী ছিলেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। নারী হয়েও তিনি শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকেননি, বরং হাতিয়ার তুলে নিয়েছিলেন ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে মুক্তির লড়াইয়ে। চট্টগ্রামের বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে প্রীতিলতা যোগ দেন সশস্ত্র বিপ্লবী দলে। ১৯৩২ সালের ২৩ সেপ্টেম্বর রাতে তিনি সাহসিকতার সঙ্গে ইউরোপিয়ান ক্লাব আক্রমণে নেতৃত্ব দেন। ঐ ক্লাবের গেটে লেখা ছিল ‘কুকুর এবং ভারতীয়দের প্্রবেশ নিষেদ’ যা ছিলো ব্রিটিশ শাসনের ঔদ্ধত্যের প্রকাশ। আক্রমণে ব্রিটিশদের পরাজিত করে ফেরার পথে আত্মসমর্পণ না করে পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মাহুতি দেন তিনি। মাত্র ২১ বছরের এই তরণীর আত্মাহুতি গোটা বাংলার তরুণ-তরুণীদের জন্য হয়ে ওঠে মুক্তির সংগ্রামের অনন্য প্রেরণা। প্রীতিলতার জীবন আমাদের শিখায় অন্যায়, দমন-পীড়ন, বৈষম্য ও ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে লড়াই করতে হয় সাহস ও আত্মত্যাগের মাধ্যমে। নেতৃবৃন্দ আরো বলেন, নারী সমাজ শুধু ঘরের চার দেয়ালে নয়, মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিতে পারে। আজকের দিনে যখন সমাজে অন্যায়, শোষণ, নারী নির্যাতন, সাম্প্রদায়িকতা ও বৈষম্য বিদ্যমান তখন প্রীতিলতার শিক্ষা নতুন প্রজন্মকে সত্যিকারের মুক্তি ও সাম্যের সমাজ গঠনের জন্য লড়াইয়ে উদ্বুদ্ধ করতে পারে। প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় স্বাধীনতা, সাম্য, অধিকার ও শোষণমুক্ত সমাজ গঠনের স্বপ্নকে এগিয়ে নিতে হলে সংগঠিত হতে হবে, সংগ্রাম করতে হবে। আলোচনার শুরুতে প্রীতিলতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ এবং সংগীত পরিবেশন করেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক জামাল হোসেন ।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
