সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু দলের অভ্যন্তরীন নেতৃত্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি গডফাদার ওসমানের দালাল এবং বহিষ্কৃত ও সন্ত্রাসীদের সমর্থনে কমিটি গঠনের তীব্র সমালোচনা করেছেন। টিপুর মতে, এমন পরিস্থিতিতে আন্দোলন ও সংগ্রামের কোনো প্রয়োজন নেই, কারণ ঘরে বসেই নেতৃত্ব পাওয়া সম্ভব।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে টিপু লিখেছেন, আধমন ঘি হবে না,রাধাও নাচবেন না। গডফাদার ওসমানের দালালদের দিয়ে যদি বিএনপি নেতৃত্ব নিরাপদ হয়,ভাল কথা। বহিস্কৃত ও সন্ত্রাসীদের সমর্থনে যদি নাঃগঞ্জ মহানগর বিএনপি কমিটি হয়,তাহলে আন্দোলন ও সংগ্রামের প্রয়োজন কি? ঘরে বসেই তো নেতৃত্ব পাওয়া যাবে। তিনি আরও বলেন, ২দিন ধরে দলে যোগদান করে এখনি ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে বিএনপি কমিটি ভাঙ্গতে চায়,তাহলে তার নেতৃত্বে বিএনপি’র অবস্হা ভবিষ্যতে কি হবে? সাধু সাবধান! টিপুর এই স্ট্যাটাস নারায়ণগঞ্জের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। তার এই মন্তব্যের মাধ্যমে নতুন যোগদানকারী কিছু নেতার বিরুদ্ধে ত্যাগী ও পুরনো নেতাদের বাদ দিয়ে কমিটি ভাঙার চেষ্টার অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।