ঢাকাসোমবার , ৬ অক্টোবর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া-কবিতা
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পূজা উৎসমুখর হওয়ায় ডিসি-এসপিকে মহানগর পূজা ফ্রন্টের শুভেচ্ছা

নিজস্ব সংবাদদাতা
অক্টোবর ৬, ২০২৫ ৩:১৬ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে মহানগর পূজা উদযাপন ফ্রন্ট।

গতকাল রোববার বিকাল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রথমে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দরা। এসময় পূজা উৎসবমুখর হওয়ায় জেলা প্রশাসককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতাও জানান তারা। তারা দুর্গাপূজার মতই আগামী দিনগুলোতে হিন্দু সম্প্রদায়ের যেকোন বিপদে আপদে জেলা প্রশাসককে পাশে থাকার আহ্বান জানান। পরে জেলা প্রশাসকও পুজায় প্রশাসনকে সহযোগিতা করার জন্য উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। এরপর বিকাল সোয়া ৪ টার দিকে মহানগর পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দরা পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করেন।

এসময় তাকেও ফুলেল শুভেচ্ছা জানান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হুসাইনের সাথেও দেখা করে তাকে ফুলের শুভেচ্ছা জানান মহানগর পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দরা। এসময় উপস্থিত ছিলেন, দরিদ্রভান্ডার পূজা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ননি গোপাল সাহা, বলদেব জিউর আখড়া মন্দির কমিটির উপদেষ্টা ও নিতাইগঞ্জ পাইকারী ও খুচরা ব্যবসায়ী মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শংকর কুমার সাহা, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অভয় রায়, মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নয়ন সাহা, সদস্য সচিব শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু, কোষাধ্যক্ষ মানিক দাস, সদস্য মিলন, জেলা হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট রঞ্জিত দে, মহানগর হিন্দু বৌদ্ধ কল্যান ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট রাজিব মন্ডল, সদস্য সচিব খোকন সাহা, সজিব, তোবারক প্রমূখ।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: