বন্দরে ৫০০ গ্রাম গাঁজাসহ সেলিম (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক সম্রাট শিপলু (৩৩) কৌশলে পালিয়ে যায়।
ধৃত মাদক ব্যবসায়ী সেলিম বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকার গিয়াস উদ্দিন মিয়ার ছেলে। পলাতক মাদক সম্রাট শিপলু বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ সৈয়ালবাড়ি ঘাট এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। গাঁজা উদ্ধারের ঘটনায় বন্দর থানার এসআই ইদ্রিস আলী বাদী হয়ে ধৃত ও পলাতক মাদক ব্যবসায়ীকে আসামী করে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৬(১০)২৫।
গ্রেফতারকৃতকে গতকাল রোববার দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে গত শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাত আড়াইটায় বন্দর উপজেলার পুনাইনগরস্থ মাসুদ মিয়ার বাড়ি সামনে কাঁচা রাস্তার উপরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।