ঢাকাসোমবার , ৬ অক্টোবর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া-কবিতা
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে জনতা ব্যাংক ম্যানেজার টাকাসহ নিখোঁজ, ১ কোটি ৩০ লাখের রহস্যে চাঞ্চল্য

পাবনা সংবাদদাতা
অক্টোবর ৬, ২০২৫ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

পাবনার ঈশ্বরদীতে এক কোটি ৩০ লাখ টাকা নিয়ে নিখোঁজ হয়েছেন জনতা ব্যাংক পিএলসি’র পাকশী শাখার ব্যবস্থাপক খালেদ সাইফুল্লাহ (৪৫)। রোববার (৫ অক্টোবর) দুপুরে ব্যাংকের নগদ অর্থ নিয়ে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় ব্যাংক কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জনতা ব্যাংক ঈশ্বরদী করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহছানাতুল হক জানান, শনিবার বিকেলে পাকশী শাখার ম্যানেজার খালেদ সাইফুল্লাহ টেলিফোনে জানান যে, তাদের শাখায় ১ কোটি ৩০ লাখ টাকার প্রয়োজন। তবে করপোরেট শাখায় নগদের সংকট থাকায় ৬০ থেকে ৭০ লাখ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হলে তিনি রাজি হননি। পরদিন রোববার সকাল ৯টা ৪৫ মিনিটে আবার ফোন করে ৭০ থেকে ৭৫ লাখ টাকার চাহিদা জানান।রোববার সকাল ১১টা ১৫ মিনিটে খালেদ সাইফুল্লাহ জনতা ব্যাংকের দাশুড়িয়া বাজার শাখা থেকে ৩০ লাখ টাকা উত্তোলন করেন। এরপর বেলা ১১টা ৩৫ মিনিটে ঈশ্বরদী করপোরেট শাখা থেকে পাকশী শাখার জন্য আরও ১ কোটি টাকা গ্রহণ করেন। প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর সম্পন্ন করার পর বেলা ১১টা ৪৫ মিনিটে তিনি আনসার সদস্য মাহবুব ও প্রাইভেট কারের চালক মো. ইসমাইল হোসেনকে সঙ্গে নিয়ে পাকশী শাখার উদ্দেশে রওনা দেন।

আনসার সদস্য মাহবুব জানান, ব্যাংক থেকে টাকা নিয়ে বের হওয়ার পর ঈশ্বরদী ব্র্যাক ব্যাংকের সামনে এসে খালেদ সাইফুল্লাহ তাকে গাড়ি থেকে নেমে যেতে বলেন। তিনি নেমে গেলে খালেদ গাড়ি নিয়ে চলে যান। এরপর থেকে আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। দুপুর গড়িয়ে বিকেল হলেও পাকশী শাখায় তিনি ফেরেননি। বিকাল সাড়ে ৩টার দিকে সহকারী ম্যানেজার খোঁজ নিতে ফোন করলে মোবাইল বন্ধ পাওয়া যায়। খালেদ সাইফুল্লাহর স্ত্রী দিলরুবা বেগম বলেন, প্রতিদিনের মতো সেদিনও সকালে স্বামী ব্যাংকে যান। বিকেলে ব্যাংক কর্মকর্তারা এসে জানান, তিনি টাকাসহ নিখোঁজ হয়েছেন। এরপর থেকে তার ফোন বন্ধ। তিনি স্বেচ্ছায় কোথাও গেছেন, নাকি কেউ তাকে অপহরণ করেছে—তা তারা নিশ্চিত নন।

ঘটনার পর থেকেই ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশ অনুসন্ধান শুরু করেছে। জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর হোসেন জোয়ার্দ্দার বলেন, বিষয়টি অত্যন্ত গুরুতর। মৌখিকভাবে খবর পেয়ে আমরা তদন্ত শুরু করেছি এবং মাঠপর্যায়ে খোঁজ চলছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. স. ম. আব্দুন নূর বলেন, ব্যাংক কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি জানার পর জিডি নেওয়া হয়েছে। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে ব্যাংক কর্মকর্তারা বলছেন, খালেদ সাইফুল্লাহ বৈধ প্রক্রিয়ায় টাকা উত্তোলন ও গ্রহণ করেছিলেন। তবে তিনি টাকা নিয়ে পালিয়ে গেছেন নাকি কোনো দুর্ঘটনা বা অপহরণের শিকার হয়েছেন—তা এখনো স্পষ্ট নয়। পুলিশের পাশাপাশি ব্যাংকের নিজস্ব তদন্ত কমিটিও বিষয়টি যাচাই করছে। এ ঘটনায় ব্যাংক সংশ্লিষ্ট কর্মকর্তা ও এলাকাবাসীর মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। এখন সবার অপেক্ষা খালেদ সাইফুল্লাহ ও নিখোঁজ টাকার সন্ধান কবে মিলবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: