ফতুল্লা থানাধীন দেওভোগ নুর মসজিদ বাশঁমুলি এলাকায় গাজাঁ,ইয়াবা ও হেরোইনসহ ৩জনকে গ্রেফতার করেছে র্যাব-১১। গত শনিবার ১১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় অভিযান পরিচালনা তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন নুর মসজিদ সংলগান জুয়েল মিয়ার বাড়ির ভাড়াটিয়া রফিকুল ইসলামের ছেলে খোকন, মৃত. সেকেন্দারের ছেলে শাহীন এবং শাজাহান মোল্লার ছেলে নাজমুল। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৩ কেজি গাঁজা,৮০ পিস ইয়াবা, ১২ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়। গতকাল রবিবার সকালে গ্রেফতারকৃতদের ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করে র্যাব-১১।
এদিকে র্যাব কর্তৃক দেওভোগ নুর মসজিদ বাঁশমুলি এলাকা থেকে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় হস্তান্তরের পর নিয়মিত মাদক মামলা করা হয়েছে আটকদের বিরুদ্ধে। যার নং ২১ (১২/১০/২৫ইং)। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মোঃ শহিদুল ইসলাম জানান, র্যাব তাদেরকে আটকের পর থানায় হস্তান্তর করেছে। আটক তিনজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হবে।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
