ঢাকামঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জনবান্ধবহীন জননেতা শাহ আলম

নিজস্ব সংবাদদাতা
অক্টোবর ১৪, ২০২৫ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

আলহাজ মোঃ শাহআলম যিনি শাহ ফতেহউল্লাহ টেক্সটাইলের চেয়ারম্যান। আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হতে নারায়ণগঞ্জ ৪ আসনের মনোয়নের দাবীদার। তিনি কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য। আর নারায়ণগঞ্জের বিএনপির কোন পদ-পদবীতে নেই। তিনি নাকি জননেতা এমনটাই দাবী তার পাশে থাকা কর্মীদের। অথচ কর্মী তো দুরের কথা ৪ আসনের কোন ভোটাদের সাথে তার সর্ম্পক রয়েছে কিনা তা নিয়েও সন্দেহ। জনবান্ধবহীন একজন ব্যক্তি কিভাবে জননেতা হন তাও কারো বোধগম্য হয়না।
২০০৮ থেকে ২০২৪ এর ৫ আগষ্ট দুপুর ২টা পর্যন্ত শেখ হাসিনার অধীনে আওয়ামীলীগ দীর্ঘ সময় ক্ষমতাসীন ছিলেন। দীর্ঘ এ সময়ে জনবান্ধবহীন জননেতা শাহ আলমকে বিএনপির কোন নেতাকর্মী হাট-ঘাট কিংবা মাঠে দেখনি। ২০০৭ সালে ১/১১’র পরবর্তী সময়ে নিজেকে বাচাঁতে সুবিধাবাদী শাহআলম কল্যান পার্টিতে যোগদান করে কোষাধ্যক্ষ হন। বিগত আওয়ামী শাসনামলে তাকে একটি বারের জন্যও কোন মিছিলে দেখেনি। কারন তিনি তার ব্যবসা নিয়েই ব্যস্ততার মাঝে সময় আিতবাহিত করে। নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির রাজনীতিতে যে ক’টি বলয় রয়েছে তার মধ্যে একটি রয়েছে শাহআলমের। তবে অন্যান্য বলয়ের চেয়ে শাহআলমের বলয়টি সম্পূর্ন ভিন্ন। অথ্যাৎ অন্যান্য বলয়ের নেতাকর্মী বিগত সরকারের দমন-পীড়ন-নির্যাতন ও হামলা-মামলাকে উপেক্ষা করে জীবন বাজি রেখে দলের কল্যানে রাজনীতির ময়দান সরব রেখেছিলেন। কিন্তু শাহআলমের বলয়ে সে নিজে বাদে কিছুকর্মীকে মাঠে দেখা গেলেও পুরোপুরি সরবহীন ছিলো। আগামী ফেব্রুয়ারীতে নির্বাচন হবে এ মর্মে শাহ আলম নিজে নয় মুষ্টিমেয় কর্মীদের টাকা বিনিময়ে মাঠে নামিয়ে সামাজিক কাজের প্রতি মনোযোগী হয়ে পড়েছেন। স্থানীয় বিএনপির তৃনমুলের মতে, বিগত দিনে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রামে শিল্পপতি শাহ আলমকে দেখা যায়নি। উল্টো দল থেকে পদত্যাগ করে তা মিডিয়াতে জোড়ালো ভাবে প্রচার করতে দেখা গেছে। দলের দুঃসময়ে নেতাকর্মীদের ফেলে নিজের আখের গুছাতে কৌশলটা ভালভাবেই রপ্ত করেন এই শিল্পপতি নামক এ জননেতা। অথচ ৫ আগষ্টের পর তার আচরণ দেখে মনে হচ্ছে তিনি রাজপথে থেকে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। যার ফলশ্রুতিতে তিনি দল থেকে মনোনয়ন প্রত্যাশি হয়েছেন বলে দাবি করেন দলের নেতাকর্মীরা। অথচ বর্তমান প্রচার প্রচারনা বা কোন কর্মসূচিতে তিনি উপস্থিত না থাকলেও থাকেন তার সমর্থিত নেতাকর্মীরা। তারা আরও জানান,ফতুল্লায় তো তার মুখমন্ডলটি দেখা সৌভাগ্যের ব্যাপার এমনকি ঢাকায় অবস্থিত তার ব্যবসায়ী অফিসে গিয়ে তার সাথে সাক্ষাত করাটা যেন ভাগ্যবান ব্যক্তির মত। যে ব্যক্তিটি আগামী নির্বাচনে বিএনপির ব্যানারে সংসদ নির্বাচন করবেন কে তার কর্মী বা কেইবা তার ভোটার সে সর্ম্পকে অনেকটা অজ্ঞ এ জনবান্ধবহীন জননেতা শাহআলম। জনতার সাথে সর্ম্পকহীন একজন ব্যক্তিকে যদি জনপ্রতিনিধি নির্বাচিত করা হয় তাহলে নারায়ণগঞ্জ ৪ আসনের উন্নয়নটা নিয়েও প্রশ্ন থেকে যাবে। তাদের মতে নারায়ণগঞ্জের নির্বাচনের ৫ আসনের মধ্যে সবচেয়ে অবহেলিত হচ্ছে নারায়ণগঞ্জ ৪ আসনটি। তারা বলেন, বিগত সময়ের এমপি উন্নয়নের নামে টাকা এনে নিজের আখের ঘুচিয়ে এখন প্রবাসী আর তিনি হলেন ঢাকাবাসী। কারন তার ব্যবসায়ীক সকল কার্য সম্পন্ন করে ঢাকায় বসে নারায়গঞ্জের ফতুল্লায় নয়। সুতরাং একজন ব্যক্তিকে জনপ্রতিনিধি হতে হলে জনতার সাথে সুসর্ম্পক বজায় রেখে সামনে এগুতে হয়। কিন্তু শাহআলম অনেকটা ভিন্ন। গুঞ্জন রয়েছে যে, বিগত সময়ে বেগম খালেদা জিয়ার চিকিৎসা খরচ,তার বাসাভাড়া এমনকি লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কন্যার পড়াশুনার বেশীরভাগ খরচের অংশ নাকি এ শাহআলম সাহেব বহন করেছেন। যে কারনে তিনি যথেষ্ট আশাবাদী। দলের ত্যাগী নেতারা কি পাবে না পাবে সেটা ভাববার বিষয় নেই। জিয়া পরিবারের জন্য এতকিছু করা ব্যক্তিকে কি আর অবহেলা করা যায়। সেই সুযোগটিই কাজে লাগাতে চাচ্ছে শাহআলম এমনটাই অভিমত তৃনমুলের। যার পলে তার সমর্থকরা শতভাগ নিশ্চিত যে আগামী নির্বাচনে ৪ আসনে বিএনপির কান্ডারী হচ্ছেন শাহ আলম। ফতুল্লার অনেক বিএনপির তৃনমুলের নেতাকর্মীরা বলেন,শাহ আলম সাহেব ভাল মানুষ কথাটা সত্যিই। কিন্তু এতভাল মানুষকে প্রয়োজন নেই যার সাথে নেতাকর্মী ও ভোটারের দুরত্ব আকাশ পাতাল। শুধুমাত্র টাকার কারনেই তিনি সবকিছু করতে পারেন এমনটা অনুভুতি তার মুষ্টিমেয় কর্মীর। তারা বলেন, বিগত সময়ে যারা বিএনপির রাজনীতি করার সুবাদে মামলা-হামলায় নির্যাতিত হয়ে নিজের এবং পরিবারের সুখ ত্যাগ করেছেন তাহলে কি দলের হাইকমান্ডের কাছে ত্যাগের কোন মুল্য নেই। দলটি শুধু টাকার উপর নির্ভরশীল হয়ে শিল্পপতিকে সাংসদ বানাবে ? যে ব্যক্তির সাথে একজন ভোটারের সর্ম্পক নেই,যে ব্যক্তির সাথে নেতাকর্মীদের ব্যাপক দুরত্ব সে ব্যক্তিকে দলের পক্ষে মনোনয়ন দেয়াটাও অনেকটা বোকামী।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: