ঢাকাসোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে স্কুলে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি পালন করলেন আনসার দলনেতা তারক ঘোষ

নিজস্ব সংবাদদাতা
সেপ্টেম্বর ২২, ২০২৫ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ সদর উপজেলার স্কুলগুলোেতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৪ নং ওয়ার্ডের দলনেতা তারক ঘোষ। নিজ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি অনুষ্ঠিত হয় শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নন্দীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লক্ষ্মীনারায়ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। কর্মসূচিতে তিনি শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্দেশ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো নিজেদের আশপাশ পরিষ্কার রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংস করা।

তারক ঘোষ শিক্ষার্থীদের হাতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং তাদেরকে নিজ বাড়ি ও বিদ্যালয়ের চারপাশে কোথাও পানি জমতে না দেওয়ার পরামর্শ দেন। তিনি আরও জানান, “ডেঙ্গু কোনো একদিনের সমস্যা নয়, এটি মোকাবেলা করতে সবাইকে নিয়মিতভাবে সতর্ক থাকতে হবে। শিক্ষকরা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “এই ধরনের কার্যক্রম ছোটদের মধ্যে দায়িত্ববোধ ও সচেতনতা তৈরি করে। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে প্রতীকীভাবে ডেঙ্গু প্রতিরোধের বার্তা দেয়।

ডেঙ্গু প্রতিরোধে করণীয়

বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার করুন (ফুলদানি, বালতি, টব, ড্রাম, ফ্রিজ ট্রে ইত্যাদি)।
মশারি ব্যবহার করুন, বিশেষ করে সকালে ও সন্ধ্যায় বিশ্রামের সময়।
গাছের টব ও ছাদে পানি জমে আছে কিনা নিয়মিত পরীক্ষা করুন।
পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখুন এবং মশা জন্মাতে পারে এমন জায়গা ধ্বংস করুন।
জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে নিজে ও আশেপাশের সবাইকে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে উৎসাহ দিন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: