ঢাকারবিবার , ২৬ অক্টোবর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দূষণমুক্ত না’গঞ্জ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান

নিজস্ব সংবাদদাতা
অক্টোবর ২৬, ২০২৫ ১১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

শিল্পায়ন ও নগরায়নের প্রভাবে পরিবেশের ওপর সৃষ্ট চাপ মোকাবিলায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়। “তারুণ্যের উৎসব ২০২৫” উদযাপন উপলক্ষ্যে আজ রবিবার এক সচেতনতামূলক সভায় এই আহ্বান জানানো হয়।
সভায় মাটি, পানি, বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণ, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পরিহার, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ-এর উপপরিচালক এ, এইচ, এম রাসেদ-এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। তিনি পরিবেশ সংরক্ষণে তারুণ্যের ভূমিকাকে ‘অনন্য’ বলে উল্লেখ করেন। সভায় বক্তারা বলেন, পরিবেশবান্ধব জীবনধারা গ্রহণ, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পরিহার, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা ও বৃক্ষরোপণ কার্যক্রমের মাধ্যমে একটি দূষণমুক্ত ও টেকসই নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব। সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলার কার্যালয়ের সহকারী পরিচালক জনাব রাসেল মাহমুদ। তিনি পরিবেশ সুরক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন। সভায় বিভিন্ন পরিবেশবাদী সংগঠন ও শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— বাপা নারায়ণগঞ্জ অঞ্চলের সভাপতি মাহবুবুব রহমান মাসুম ও সাধারণ সম্পাদক মো: তারিক বাবু, পরিবেশ রক্ষা ও উন্নয়ণ সোসাইটির চেয়ারম্যান মো: হোসাইন, মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূইয়া, পরিবেশবিদ মো: খালেদ মোশারফ, মাইক্রো ফাইবার গ্রুপের সহকারী ম্যানেজার পারভেজ আহমেদ সুজন, ইপিলিয়ান লিমিটেড এর ম্যানেজার মো: আল-আমিন ইসলাম সহ জলমল টেক্সটাইল মিলস (প্রা:), আজিজুল রি-সাইকেলিং এন্ড ই-ওয়েষ্টজ কোম্পানি লিমিটেড এবং আল-বাকারা স্টীল কো: লিমিটেডের ম্যানেজাররা। সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী নভেম্বর মাসব্যাপী বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি, ক্যাম্পেইন, প্রচারাভিযান ও বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। সভা শেষে সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে প্রত্যাশা ব্যক্ত করেন যে, সবাই সম্মিলিতভাবে কাজ করলে নারায়ণগঞ্জ হবে একটি পরিবেশবান্ধব ও টেকসই শহর।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: