ঢাকাসোমবার , ২৭ অক্টোবর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জোসেফের নেতৃত্বে নগরীতে যুবদলের বর্ণাঢ্য র‌্যালী ও সভা অনুষ্ঠিত

মো: আনিসুল হক হীরা
অক্টোবর ২৭, ২০২৫ ১০:৪০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কে. এম মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে নগর জুড়ে বর্ণাঢ্য র‌্যালী ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া থেকে শুরু করে নারায়ণগঞ্জ প্রেসক্লাব পর্যন্ত এই বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়।
নগরের মন্ডলপাড়ায় র‌্যালী পূর্বক অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। এছাড়াও প্রধান বক্তা হিসাবে আলোচনা করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সাগর প্রধান।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সাখাওয়াত হেসেন খান বলেন, যুবদল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের নেতা তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশি বিদেশী ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁতভাঙ্গা জওয়াব দেয়ার জন্য যুবদলের নেতাকর্মীদের প্রস্তুুত থাকতে হবে।
অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, একটি দল মসজিদকে পুঁজি করে রাজনীতি করছে । মুসল্লিদের ভুল বুঝিয়ে তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়নের নীল নকশা বাস্তবায়ন করতে চায়। পিআর পদ্ধতির ছাড়া নির্বাচনে যাবে না বলে আবার মানুষের কাছে ভোট চায়। তারা নির্বাচন বানচালের ষড়যন্ত করছে । তাদের ব্যপারে আমাদের সচেতন থাকতে হবে। সকল ষড়যন্ত্র মোকাবেলায় যুবদলকে অগ্রনী ভ’মিকা রাখতে হবে ।
সভাপতির বক্তব্যে কে. এম মাজহারুল ইসলাম জোসেফ বলেন, আমাদের সামনে নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে। সর্বোচ্চ মেধা দক্ষতা চিন্তার মাধ্যমে আমাদের জনগণের মনকে জয় করতে হবে। ধানের শীষের প্রার্থীকে নিয়ে আমরা আমাদের আসনে বিজয়ী করে আনবো।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আক্তারুজ্জামান মৃধা ও যুবদল নেতা মঞ্জরুল আলম মুসার সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ড যুবদলের নেতাকর্মীবৃন্দ মিছিল নিয়ে যোগদান করেন। সে সময় নেতাকর্মীরা বাদ্যযন্ত্র, সাউন্ড সিষ্টেম, ধানের শীষ, কৃষক, শ্রমিকসহ দুইজন প্রতিকী দেশনেত্রী খালেদা জিয়া যোগদেন। দুপুরের পর পরই বিভিন্ন পাড়া মহল্লা থেকে মিছিল আসতে শুরু করে মন্ডলপাড়া পুলে জড় হয়। হাজার হাজার নেতাকর্মীদের সরব উপস্থিতি জানান দেয় মাজহারুল ইসলাম জোসেফ এর সমর্থন। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয় জমকালো মহানগর যুবদলের র‌্যালী ।
এদিন দুপুর ২ টা থেকেই নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা একের পর এক মিছিল নিয়ে শহরের মন্ডলপাড়া এলাকায় জড়ো হতে থাকেন। বিভিন্ন এলাকায় খন্ড খন্ড মিছিল আসতে আসতে এক পর্যায়ে বিশাল জনসমাবেশে পরিণত হয়।
র‌্যালীতে শুধু যুবদলের নেতাকর্মী নয় বরং ছাত্রদল, শ্রমিকদল, মুলদলসহ বিভিন্ন নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মন্ডলপাড়া পুল থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে র‌্যালীটি শেষ হয়। জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিকদের ঐক্যের আহ্বান জানিয়ে মাজহারুল ইসলাম জোসেফ র‌্যালীর সমাপনী ঘোষণা করেন।
সে সময় আরো উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সভাপতি মমতাজ উদ্দিন মন্তুু , জুয়েল প্রধান বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, জুয়েল রানা, নূর আলম খন্দকার, আতিকুর রহমান সবুজ, শফিকুল আলম মুক্ত, হাজী সাইদ, মনা, আলআমিন, বাপ্পি শিকদার, মাসুম, সেলিম খন্দকার, নূর আলম খন্দকার, মিজান, দুলাল, মাইনুল, জনি, শরীফ, হারুন প্রমুখ।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: