সাহিত্যের ছোট কাগজ ধ্রুব’র অক্টোবর ২০২৫ সংখ্যায় সেরা লেখক নির্বাচিত হয়েছেন বাংলাদশের তিন গুণী লেখক। সম্প্রতি জুড়িবোর্ডের বিবেচনায় তিন এই গুণী লেখক স্ব স্ব লেখায় কৃতিত্বের সাক্ষর রেখে উক্ত পুরস্কারে ভূষিত হন। এরা হচ্ছেন দেশখ্যাতিমান ছড়া সাহিত্যিক ও গীতিকার গোলাম নবী পান্না,ছড়া সাহিত্যিক ও গবেষক চঞ্চল মেহমুদ কাশেম এবং কবি ও পূঁথিসম্রাট জালাল খান ইউসূফী। আগামী নভেম্বরের শেষের দিকে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা তুলে দেয়া হবে। প্রসঙ্গতঃ ১৯ অক্টোবর ধ্রুব’র সম্পাদক বরেণ্য ছড়া সাহিত্যিক সাব্বির আহমেদ সেন্টুর জন্মদিন উপলক্ষ্যে ধ্রুব’র অক্টোবর ২০২৫ সংখ্যাটি তাকে নিবেদিত করা হলে লেখকদের জন্য পুরস্কার ঘোষণা দেয়া হয়। সেই সুবাদে বাংলাদেশ ও দেশের বাইয়ের লেখকরা তাকে নিয়ে লেখা জমা দেন। তাদের প্রেরিত লেখা বিচার বিশ্লেষনের মাধ্যমে গোলাম নবী পান্না, চঞ্চল মেহমুদ কাশেম ও জালাল খান ইউসূফীর লেখা যথাক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান লাভ করে।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
