নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় ডিসি পরিবহন শ্রমিকদের কল্যাণে একটি ‘কল্যাণ ফান্ড’ অতিদ্রুত গঠন ও চালু করার নির্দেশ দেন।
গতকাল বুধবার সাক্ষাৎকালে ইউনিয়নের প্রতিনিধি দল ডিসিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। উপস্থিত ছিলেন ইউনিয়নের সভাপতি মো. সেলিম হোসেন, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, মো. রওশন আলী সরকার ও অন্যান্য নেতৃবৃন্দ- মো. রতন হোসেন, সহ-সভাপতি মো. লিটন মিয়া, মো. বাচ্চু দেওয়ান, মো. জামাল হোসেন, মো. জুয়েল হোসেন এবং মো. হেলাল।
ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, পরিবহন একটি সেবামূলক প্রতিষ্ঠান। জনগণ যাতে সুষ্ঠুভাবে এবং নির্বিঘ্নে সেবা পায়, সেদিকে পরিবহন শ্রমিকদের সর্বদা খেয়াল রাখতে হবে। জেলা প্রশাসকের এই নির্দেশনায় পরিবহন শ্রমিকদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
