ঢাকাবৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিউটিফিকেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান করলো মানব কল্যাণ পরিষদ

নিজস্ব সংবাদদাতা
নভেম্বর ৬, ২০২৫ ১১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

আত্মকর্মসংস্থানের লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর নারায়ণগঞ্জ সদরের আয়োজনে আজ বিকেলে বিনামূল্যে বিউটিফিকেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান করেছে মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদ।

যুবদের আত্মনির্ভরশীল করার জন্য মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার তত্ত্বাবধানে প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হাসিনা মমতাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক ই, আ, ম মাসুদ মজুমদার ও পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন। প্রশিক্ষক বিউটি ও হেয়ার এক্সপার্ট রোকসানা হক রিচির সাবলীল উপস্থাপনায় ক্লাস মডেল ছিলেন রোজানা রিয়া। উক্ত আয়োজনে আরো উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির সহ-সভাপতি মোঃ ফজলুল হক ভূইয়া। প্রশিক্ষণ ক্লাসের সমাপনী অনুষ্ঠানে ক্লাস পরীক্ষায় বিজয়ী হিসেবে উম্মে সুফিয়া হ্যাপী ও মোসাঃ সুমাইয়া সহ স্বেচ্ছাসেবক সদস্য নুসরাত হোসেন নিশু এবং রেশমি আক্তার উর্মিকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। আনন্দ বিনোদনে জাঁকজমকপূর্ণ আয়োজনে আরো উপস্থিত ছিলেন ক্লাস ক্যাপ্টেন দিনাত জাহান, সফল শিক্ষার্থী মোসাঃ মোসলেমা খাতুন, জান্নাত আরা মুনমুন, লিজা বেগম, হুমায়রা আক্তার, মেহনাজ সুলতানা, জান্নাতুল মীম, নুসরাত জাহান সাদিয়া, আবেদা সুলতানা লামিয়া, ইশরাত জাহান মুনা, নাজমা আক্তার নিশি, ইতি বর্মন, রোকসানা আক্তার কলি, চায়না আক্তার, আছমা আক্তার, পুনম আক্তার, রওশন আরা জাহান, লিপি আক্তার, মেঘলা আক্তার সুমাইয়া প্রমুখ। বেকার যুবদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে অপ্রাতিষ্ঠানিক ট্রেডের আওতায় ৭ দিন মেয়াদী এই প্রশিক্ষণ ক্লাসটি নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় অনুষ্ঠিত হয়। পরবর্তীতে উক্ত ক্লাসের শিক্ষার্থী ও সম্মানীত অতিথি এবং প্রশিক্ষকদের নিয়ে শ্রীঘ্রই আনন্দ উৎসবের আয়োজন করবে মানব কল্যাণ পরিষদ।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: