ঢাকারবিবার , ২৮ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হঠাৎ জেঁকে বসে শীত

নিজস্ব সংবাদদাতা
ডিসেম্বর ২৮, ২০২৫ ১১:২৮ অপরাহ্ণ
Link Copied!

হঠাৎ সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও জেঁকে বসেছে শীত। শৈত্যপ্রবাহে কাঁপছে গোটা নারায়ণগঞ্জ। সামনে আরও বাড়তে পাড়ে শৈত্যপ্রবাহ। এমতাবস্তায় শীত নিবারনের জন্য শহরের শীতবস্ত্রের দোকানগুলোতে বাড়তে শুরু করেছে ভীড়। ফুটপাত কিংবা মার্কেট। কোথাও পা রাখার জায়গা নেই। সর্বত্র যেন কেনাকাটার ধুম। দোকানগুলোতে শীতবস্ত্র কিনতে আসা মানুষগুলোর উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।
শহর ঘুরে সরেজমিনে দেখাগেছে, ফুটপাত ও মার্কেটগুলোতে শীতবস্ত্র কেনার জন্য দুরদুরান্ত থেকে হাজার হাজার মানুষ ছুটে এসেছে। বিশেষ করে ছোট বাচ্চাদের দোকানে বেশি ভীড় লক্ষ্য করা গেছে। ক্রেতাদের ভীড়ের কারণে বেশিরভাগ দোকানে শীতবস্ত্রের দাম বাড়িয়ে দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে। তবে শীতবস্ত্রের দাম যেমনই হোক দোকানগুলোতে কিন্তু ভীড় লেগে থাকতেই দেখা গেছে। এদিকে ক্রেতাদের পছন্দের মত বস্ত্র দিতে হিমশিম খেতেও দেখা গেছে কোন কোন দোকানিকে। আবার একই বস্ত্র নিয়ে একাধীক ব্যক্তিদের মাঝে টানাটানির ঘটনাও ঘটছে। শহরের গ্রীণলেজ ব্যাংকের মোড়ে ফুটপাতে ব্যবসা করেন ইমন নামে যুবক। তিনি শহরের বাসিন্দা হলেও এখন স্ত্রী সন্তানাদি নিয়ে বন্দরে থাকেন। তিনি জানালেন, ক্রেতাদের ভীড় অনেক বেশি। আগের তুলনায় বেচাবিক্রিও বেশি। তবে কিছু ক্রেতা আছে যারা বেশি দামদস্ত করে এবং মাল (বস্ত্র) বেশি নাড়াচারা করে। এদের কারণে অনেক কাস্টমার ছুটে যায়। এছাড়া আল্লাহ্’র রহমতে ভালোই আছি। শহরের পাক্কারোড এলাকার বাসিন্দা ইদ্রিস। তিনি ফুটপাতে দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসছেন। শহরের ২নং রেলগেট চেম্বার রোডের মাথায় তার দোকান। তিনি বাচ্চাদের বস্ত্র বিক্রি করেন। তিনি বললেন, এবার বাচ্চাদের শীতবস্ত্রের দাম একটু বেশি হলেও আলহামদুল্লিাহ্ আগের তুলনায় ব্যবসা অনেক ভালো হচ্ছে। ছোট ছোট মেয়ে বাচ্চাদের জন্য টুপিসহ জামা ও মোজার প্রতি কাস্টমারদের বেশি চাপ। এদিকে শহরের টানবাজারস্থ রিভারভিউ কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পাইকারদের উপচে পড়া ভীড়। তারা রীতিমত বেচাবিক্রি করে কোলাতে পারছেন না। কারো সাথে কথা বলারও টাইম নাই তাদের কাছে। শত শত ডজন বড়-ছোট ছেলে-মেয়েদের শীতবস্ত্রের জন্য লাইন ধরে বিভিন্ন অঞ্চলের পাইকাররা। এ বিষয়ে রিভারভিউ মার্কেটের সোহেল নামে এক পাইকারি বিক্রেতা বলেন, ভাবতে পারেনি বেচাকেনা এত বেশি হবে। ভাবছিলাম, দেশের যে অবস্থা মাল কিনে নাকি আবার ধরা খাই। কিন্তু ভুল করেছি। বেশি মাল স্টকে থাকলে আরও বেশি বেচতে পারতাম। যাইহোক এটা সত্য যে, আগের যেকোন সময়ের তুলনায় এবার শীতের বেচাকেনা অনেক বেশি।এদিকে পোষাকের বৃহত্তর পাইকারি বাজার দেওভোগ মার্কেটে গিয়ে দেখা গেলো একই চিত্র। বড় বস্তাবন্দি শীতবস্ত্র নিয়ে যাওয়া হচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে। মার্কেটের দোকানগুলোতে যেন ধম ফেলার সময় নাই। একাধীক ব্যক্তি নিয়োজিত ক্যাশমেমো লিখতে। আবার কেউ কেউ টাকা গুনায় ব্যস্ত। কারাখানাগুলোতেও বেড়েছে দিনভর ব্যস্ততা। সব মিলিয়ে যেন একটা উৎসবের আমেজ। এ বিষয়ে দেওভোগ মার্কেটের মালিক সমিতির এক কর্তা বলেন, গতবারে শীতের ব্যবসা তেমন একটা হয় নাই বলেই চলে। শীত কখন আসলো আর কখন গেলো, নারায়ণগঞ্জের মানুষ তা টেড়ই পায়নাই। কিন্তু এবার শুরু থেকেই শীত শীত ভাব লক্ষ্য করা গেছে। সামনে শীত আরও বাড়বে। সেই চিন্তাভাবনাই বিভিন্ন জেলার পাইকাররা আসছে শীতবস্ত্র নিতে। প্রতিদিন কোটি কোটি টাকা এ মার্কেটে বেচাবিক্রি হচ্ছে। এবারের এ বেচাবিক্রিতে মার্কেটের সকল পাইকারি ব্যবসায়ীরা সন্তুষ্ট। তারা এবার গতবারের ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা করছেন। ইনশাআল্লাহ্, সেই ক্ষতি পুষিয়ে উঠতেও পারবেন বলে আমার মনে হয়।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: