ঢাকামঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আড়াইহাজারে এক মঞ্চে ফিরলেন তিন নেতা

আড়াইহাজার সংবাদদাতা
নভেম্বর ১১, ২০২৫ ১১:২৬ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ-২(আড়াইহাজার) আসনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভার মধ্য দিয়ে এক মঞ্চে ফিরলেন নারায়ণগঞ্জ-২(আড়াইহাজার) আসনের বিএনপির তিন মনোনয়ন প্রত্যাশী আতাউর রহমান খাঁন আঙ্গুর, মাহমুদুর রহমান সুমন, পারভীন আক্তার।
গত ১০নভেম্বর আড়াইহাজারের বিএনপির কার্যালয়ের নিকট বৃহৎ এক আলোচনা সভার আয়োজন করা হয়। যেখানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ-২(আড়াইহাজার) আসনের সাবেক সাংসদ আতাউর রহমান খাঁন আঙ্গুর,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদুর রহমান সুমন,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার। এসময় উপস্থিত এই বিএনপির এই তিন মনোনয়ন প্রত্যাশী ঐক্যবদ্ধ ভাবে আগামীতে আড়াইহাজারে বিএনপি রাজনীতি করবেন বলে এই প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে আতাউর রহমান খাঁন আঙ্গুর বলেন, বিএনপির অফিসে আমাদের ডেকে বলেছেন আপনারা দীর্ঘদিন ধরে কষ্ট করেছেন এবার আমাদের দূরদশা কষ্ট দূর হবে যদি আপনারা একত্রে থাকেন। আমরা নমিনেশন তাদের দিবে না যারা চাঁদাবাজ ইত্যাদি ইত্যাদি! সুন্দর কথা বলেছেন এটা শুনে আমরা ঘরে চলে আসছি। কিন্তু পরবর্তীতে শুনলাম একটি তালিকা দেয়া হয়েছে এই তালিকা অনেকেই গ্রহণ করেন নাই। আমরা আড়াইহাজারবাসী গ্রহণ করি নাই আমরা আপনার কাছে আবেদন করেছি নিবেদন করেছি পূণরায় বিভেচনা করার জন্য আপনে আমাদের আবেদন বিভেচনা করবেন। একটা কথা মনে রাখবেন আমরা কিন্তু নির্বাচন করব ইনশাল্লাহ। আমরা নির্বাচনে আছি নির্বাচন করব আপনারা সঠিক মনোনয়ন প্রত্যাশীকে নমিনেশন দিবেন আমরা আশা করি। প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান সুমন বলেন, আমি এতটুকুই বলতে চাই মনোনয়ন মনোনয়ন যা শুনছেন এটাত প্রাথমিক চূড়ান্তের কাছেও পৌছায় নাই। নির্বাচনের ডেট হয় নাই তফসিল হয় নাই আমাদের যেই নমিনেশন ফর্ম সেই ফর্মই ছাপা হয় নাই ফরম বিক্রি হয় নাই। এটা একটা লিস্ট আরও বাড়তে পারে কমতে পারে কিন্তু নমিনেশন দেয়া হয় নাই। নমিশন হবে যোগ্যতার ভিত্তিতে আমাদের প্রিয় নেতা তারেক সঠিক সিদ্ধান্ত নিবেন আমরা সেটা বিশ^াস করি। প্রধান বক্তার বক্তব্যে পারভীন আক্তার বলেন, আপনারা জানেন দীর্ঘ ১৮টি বছর আমরা নির্যাতিত হয়েছি আমাদের নামে অগণিত মামলা হয়েছে আপনারা কেউ এলাকায় থাকতে পারেন নাই ঘরে থাকতে পারেন নাই প্রতিদিন কোর্টে হাজিরা দিতে হয়েছে আদালত পাড়ার ঘুড়তে হয়েছে। আজকে আমাদের সময় এসেছে গণতন্ত্র ফিরিয়ে আনার ভোট অধিকার ফিরিয়ে আনার যে যার যার ভোট দিন এবং ধানের শীষে ভোট দিবেন। আপনারা জানেন আমাদের মধ্যে যে বিভাজন ছিল এখন আমাদের মধ্যে কোন বিভাজন নাই আমরা ঐক্যবদ্ধ। আমরা ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধ থাকব শেষ পর্যন্ত মাঠে আছি আমরা শেষ পর্যন্ত মাঠে থাকব। আপনরা জানেন স্বৈরাচারী শেখ হাসিনার আমলে প্রশাসনের কি অবস্থা ছিল। তাই আমার দল যদি সরকার গঠন করতে পারে কোন অপরাধী,সন্ত্রাসী,চাঁদাবাজরা ছাড় পাবে না। অপরাধীরা কোন ভাবেই থানায় গিয়ে জোড় জুলুম করতে পারবে না। আপনারা কিন্তু সর্বসময় ঐক্যবদ্ধ থাকবেন শেষ পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যার হাতে ধানের শীষ তুলে দিবেন। আমরা কিন্তু ঐক্যবদ্ধভাবে নারায়ণগঞ্জ-২ আসন তারেক রহমানকে বিপুল ভোটে জয়ী করে উপহার দিব।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: