ঢাকামঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আন্দোলনকারীদের নিবৃত্ত করলেন নাসিক’র প্রধান নির্বাহী কর্মকর্তা

নিজস্ব সংবাদদাতা
নভেম্বর ১১, ২০২৫ ১১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে রাস্তায় আন্দোলনে নামে সিটি কর্পোরেশনে যানজট নিরসনে দায়িত্বে থাকা কর্মীরা। দুপুরে এমন দাবি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে জড়ো হয় কয়েকশ’ কর্মী।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আন্দোলনে জড়িতদের খবর দেন প্রধান নির্বাহী কর্মকর্তা। তাদেরকে আন্দোলন স্থগিত রেখে কাজে যোগ দিতে বলেন।
পরে আন্দোলনকারীরা সকলেই সিটি কর্পোরেশন ভবনে এসে প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে দেখা করেন। এসময় আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের পাওয়া এ ভালবাসার কথা আমি কখনোই ভুলব না। এটা আমার জীবনের এক অন্যতম প্রাপ্তি। কিন্তু আমরা সরকারী কর্মকর্তাদের নিয়মের মধ্যে দিয়ে চলতে হয়। চাকরি জীবনে বদলি একটা নিয়মিত প্রক্রিয়া। এটাকে মেনে নিতেই হবে। তিনি আরও বলেন, আমাদের প্রত্যেকের দায়িত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। তোমরা সকলেই কাজে ফিরে যাও। এটাই হবে আমার প্রতি তোমাদের দেখানো আসল ভালবাসা। এসময় আন্দোলনে নেতৃত্ব দেয়া সম্রাট হোসেন বলেন, উনি (সিইও) একজন মানবিক কর্মকর্তা। আমাদের মাথার উপরে ছায়ার মতো রয়েছেন। সিটি কর্পোরেশনে যখন হামলা হয় তখন তিনি আমাদের নিরাপদে আগলে রেখেছেন। আমরা চাই সরকার তা বদলীর আদেশ পুনর্বিবেচনা করুক। আন্দোলনের অন্যতম আয়শা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানাতে প্রেসক্লাবের সামনে জড়ো হয়েছিলাম। কিন্তু স্যারের (সিইও) অনুরোধে স্থগিত করে চলে এসেছি।
প্রসঙ্গত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন শিল্পকলা একাডেমীর সচিব হিসেবে বদলী হয়েছেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: