নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বীর মুক্তিযোদ্ধাদের মহাসমাবেশ।
আজ বুধবার বেলা ১১টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এই “বীর মুক্তিযোদ্ধা সমাবেশ”-এর আয়োজন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ড।
মুক্তিযোদ্ধা সমাবেশে নারায়ণগঞ্জ ৪ আসনে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীকে এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন চাইলেন তৃনমূল মুক্তিযোদ্ধারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর। তিনি বলেন আমরা মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস লিখে যেতে চাই। তিনি বলেন মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ কিংবা দুই লাখ মা বোনের ইজ্জত হানি হিসেবটা তার তালিকা তৈরি করতে চাই। তিনি জানান মুক্তিযোদ্ধাদের জন্য সরকার ৫ লাখ টাকা এবং তার স্ত্রীর জন্য দুই লাখ টাকা চিকিৎসা ভাতা প্রদান করা হবে। মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ূন কবিরসহ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সম্মানিত সদস্য, স্থানীয় সাংবাদিক, আইনজীবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
