ঢাকাশনিবার , ১৫ নভেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় যুবশক্তি‘র শাকিলকে ঘিরে না’গঞ্জে বিতর্ক

নিজস্ব সংবাদদাতা
নভেম্বর ১৫, ২০২৫ ১১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

সদ্য ঘোষিত জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক শাকিল সাইফুল্লাহকে ঘিরে তীব্র বিতর্ক দেখা দিয়েছে। সাবেক ছাত্রলীগের সক্রিয় নেতা হিসেবে পরিচিত শাকিলের ছাত্র রাজনীতি, বৈষম্যবিরোধী আন্দোলন এবং সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান নিয়ে সংগঠনের ভেতর প্রশ্ন উঠেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হওয়ার পরও কোনো কর্মসূচিতে সক্রিয় না থাকায় তাঁর বিরুদ্ধে ক্ষোভ বাড়তে থাকে। পরে তিনি জাতীয় নাগরিক পার্টির রাজনীতিতে যুক্ত হয়েছে বিভিন্ন লবিংয়ের মাধ্যমে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয়টি তার রাজনৈতিক মূল হাতিয়ার। জাতীয় নাগরিক পার্টির সোনারগাঁ উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পাওয়ার পরও তিনি দৃশ্যমান কোনো সাংগঠনিক কার্যক্রম করতে পারেননি৷ এ অভিযোগ স্থানীয় নেতাদের। অর্থের বিনিময়ে ‘পূর্ণবাসন প্রকল্প’ পরিচালনার অভিযোগও রয়েছে শাকিলের। পূর্বে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় থাকায় আওয়ামিলীগের সাথে যোগাযোগ রেখে চলছেন বলে অভিযোগ রয়েছে৷ স্থানীয়দের অভিযোগ, দায়িত্ব পাওয়ার পর তিনি “আওয়ামী পূর্ণবাসন প্রকল্প” নামে বিতর্কিত কিছু কর্মকাণ্ড পরিচালনা করেন। একাধিক হত্যা মামলার আসামিদের স্বজনদের নিয়ে পূর্ণবাসন দল গঠন, শম্ভুপুরা ইউনিয়ন যুবলীগ নেতার সঙ্গে যৌথ ব্যবসা এবং কুখ্যাত ছাত্রলীগ নেতা তায়েব শিকদারের সঙ্গে ঘনিষ্ঠতার কথাও অভিযোগে উঠে এসেছে। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা কমিটির এক যুগ্ম আহ্বায়ক বলেন,শাকিল সাইফুল্লাহকে আহ্বায়ক দেওয়ায় কমিটিতে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। ৪২ সদস্যের কমিটির ২৬ জনের স্বাক্ষরিত অনাস্থা পত্র আমরা কেন্দ্রীয় আহ্বায়কের কাছে জমা করেছি। তারপরও সংগঠনটির আসছে না কোনো সমাধান, হচ্ছে না সাংগঠনিক কার্যক্রম। বিভিন্ন সূত্র বলছে শাকিল সাইফুল্লাহ আহ্বায়ক থাকলে জাতীয় যুবশক্তি, নারায়ণগঞ্জ জেলার আগামীর রাজনীতি চরম পর্যায়ের বিপর্যয়ের পথে হাটবে৷ তাই সাংগঠনিক বিস্তারের জন্য তাকে অপসারণের দাবি উঠেছে৷ বিভিন্ন সূত্রমতে তাদের ভাষ্য , বর্তমান আহ্বায়কের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা যুবশক্তি কোনো কার্যক্রমে অংশ নেবে না। এই বিষয়ে শাকিল সাইফুল্লাহর কোনো বক্তব্য পাওয়া যায়নি। শাকিলের মন্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: