নারায়ণগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে বাদ্যযন্ত্রবাদক ও বিভিন্ন শিল্পীদের নিয়ে গড়ে উঠা একাডেমি অফ ক্লাসিকাল মিউজিক। এই সংঙ্গীত সংগঠনের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ হাওয়াইয়ান গীটার শিল্পী পরিষদ, ঢাকা ও একাডেমি অফ ক্লাসিকাল মিউজিক, নারায়ণগঞ্জের শিল্পীবৃন্দের অংশগ্রহণে এক আকর্ষণীয় মনোমুগ্ধকর হাওয়াইয়ান গীটার সন্ধ্যা আয়োজনটি উপস্থিত দর্শকবৃন্দ উপভোগ করেন। এ সময় হাওয়াইয়ান গীটারের সুর যেন এক স্বর্ণালী আমেজ সৃষ্টি করে।
সংগঠনের সভাপতি মোঃ ফরহাদ আজিজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন বাংলাদেশ হাওয়াইয়ান গীটার শিল্পী পরিষদের সভাপতি – গীটারগুরু হাসানুর রহমান বাচ্চু। গত ১৪ নভেম্বর শুক্রবার বিকেল ৫ টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি হল রুম মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন- বিশিষ্ট লেখক, গবেষক ও চিত্রশিল্পী রফিউর রাব্বি, বিশেষ অতিথি ছিলেন- সংস্কৃতি জন ও সহযোগী অধ্যাপক – সফিক ইসলাম ও নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মণি সুপান্থ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সম্পাদক দীনা তাজরিন। আলোচনা শেষে একাডেমি অফ ক্লাসিকাল মিউজিক এর পক্ষ থেকে সংগঠনের সভাপতি মোঃ ফরহাদ আজিজ ও উপস্থিত অতিথিরা এ সময় গীটার গুরু হাসানুর রহমান বাচ্চুকে গুণীজন সম্মাননা ক্রেস্ট উপহার দেন। অনুষ্ঠানে হাওয়াইয়ান গীটার পরিবেশনা করেন, শিশু শিল্পী প্রিয়ন্তী দত্ত, সুরাইয়া আক্তার,আব্দুল হাই মিলন, মেহেদী হাসান,মনোয়ারা আক্তার মিনু ,রুমানা হায়দার, আমিনা লুসী, ইঞ্জি শামিম হাসান, শরিফুল ইসলাম, জেরিন সুলতানা বনি, ফরহাদ আজিজ ও হাসানুর রহমান বাচ্চু। কবিতা আবৃত্তি করেন- প্রিয়ন্তী দত্ত এবং মোঃ ফরহাদ আজিজ। রাগ সংগীত পরিবেশন করেন – শিব মল্লিক, ইয়াসিফ বিন এবং কন্ঠ সংগীত পরিবেশন করেন ইমন রাফি প্রমূখ।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
