ডেঙ্গু জ্বরে আক্রান্ত থাকা সত্ত্বেও বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল–ইউসুফ খান টিপু মিছিলে উপস্থিত ছিলেন। তিনি নেতাকর্মীদের দায়িত্বশীল ও সতর্ক থাকার আহ্বান জানান। মিছিলটি আমলাপাড়া হোসিয়ারী সমিতি থেকে শুরু করে, চাষাড়া বঙ্গবন্ধু রোড দুই নং রেলগেট পার হয়ে মন্ডলপাড়া ব্রিজ হয়ে সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।
আজ সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আওয়ামী লীগের ডাকা লকডাউনের বিরুদ্ধে ও শেখ হাসিনার মানবতাবিরোধী গণহত্যার আজ যে রায় হবে তা যেন ফাঁসির রায় হয় সেজন্য এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। মিছিলের পূর্বে বক্তব্যে এড. টিপু বলেন, ১৭ তারিখে ঘোষিত শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ ফ্যাসিবাদীরা কোন ধরনের কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে কেউ কোন ধরনের উত্তেজনাপূর্ণ বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে সজাগ থাকতে হবে। তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসররা যেন কোথাও অগ্নিসংযোগ, বিশৃঙ্খলা বা জটিকা মিছিল সৃষ্টি করতে না পারে এ ব্যাপারে মহানগর বিএনপির সকল নেতাকর্মীকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। রায়ের বিষয়ে তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায় যদি ফাঁসি না হয়, তাহলে আমরা সেই রায় প্রত্যাখ্যান করব। আজ যারা এখানে উপস্থিত, সবাই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলব। এড. টিপু আরও বলেন, রাজপথে থেকে নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করছেন এবং আগামীর আন্দোলনেও সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এসময়ে আরও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এড. আবুল কালাম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল, নারায়ণগঞ্জ মহানগর যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন, যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. এইচএম আনোয়ার প্রধান, বরকত উল্লাহ, ফারুক হোসেন, বন্দর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, মহানগর শ্রমিকদলের সদস্য সচিব ফারুক হোসেন, বিএনপি নেতা আক্তার হোসেন, শেখ সেলিম, নাজমুল হক, চঞ্চল মাহমুদ, সাইফুল ইসলাম বাবু, হিরা সরদার, ইকবাল হোসেন, সোহেল খান বাবু, মহানগর মহিলাদলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, গোগনগর বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী, আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মুছাপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, ধামগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহসিন মিয়া, মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন ভূইয়া, সাধারণ সম্পাদক শাহেন শাহ মিঠু, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহম্মেদ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতন, মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ শিবলীসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
