ঢাকাশুক্রবার , ২১ নভেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে শহরজুড়ে ব্যানার অপসারণ: স্বস্তিতে সাধারণ মানুষ

মোঃ হাসান
নভেম্বর ২১, ২০২৫ ২:০২ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিশেষ উদ্যোগে শহরের প্রধান প্রধান সড়কগুলো থেকে ব্যাপক পরিসরে রাজনৈতিক ব্যানার, ফেস্টুন, পোস্টার অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত চলা এই অভিযানকে শহরবাসী ব্যাপকভাবে স্বাগত জানিয়েছে।

চাষাড়া, ২ নং রেলগেট, ডিআইটি, নিতাইগঞ্জসহ গুরুত্বপূর্ণ সব এলাকায় ঝুলে থাকা রাজনৈতিক ব্যানার, দলীয় ফেস্টুন, ইউনিপোল, রঙিন ঝালরসহ বিভিন্ন প্রচার সামগ্রী অপসারণ করে শহরের আকাশপথ ও সড়কপথকে অনেকটাই স্বচ্ছ ও দৃষ্টিনন্দন করে তোলা হয়েছে।সাধারণ জনগণ এবং গাড়িচালকরা সিটি কর্পোরেশনের এই উদ্যোগকে প্রশংসা করে বলেন, দীর্ঘদিন ধরে শহরের প্রতিটি মোড়, প্রতিটি খুঁটি আর বিল্ডিংয়ের গায়ে রাজনৈতিক ব্যানার ও পোস্টার শহরের সৌন্দর্য নষ্ট করে আসছিল। বিশেষ করে চাষাড়া ও ২ নং রেলগেট এলাকায় অসংখ্য ব্যানার ঝুলে থাকায় যানজট বাড়তো এবং রাস্তার উন্মুক্ততা কমে যেত। ব্যানার অপসারণের ফলে এলাকার দৃশ্যমান সৌন্দর্য যেমন বেড়েছে, তেমনি যান চলাচলও অনেকটা স্বস্তিদায়ক হয়েছে।

চালক রফিকুল ইসলাম বলেন, “রাস্তার ওপরে ঝুলে থাকা ব্যানারের কারণে জায়গায় জায়গায় জ্যাম হতো। আজ সেগুলো না থাকায় চলাচল অনেক সহজ লাগছে। সিটি কর্পোরেশনকে ধন্যবাদ। সাধারণ নাগরিকদের ভাষ্যে, “ব্যানারমুক্ত নারায়ণগঞ্জ আমাদের প্রাণের দাবি ছিল।” শহরের বাসিন্দারা আশা প্রকাশ করেছেন যে, সিটি কর্পোরেশনের এই উদ্যোগ শুধু সাময়িক নয় আগামীতেও যেন নিয়মিতভাবে ব্যানার অপসারণের কাজ চলমান থাকে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, নগর সৌন্দর্যবর্ধন ও ভিজ্যুয়াল পলিউশন কমানোর অংশ হিসেবে ব্যানার–ফেস্টুন অপসারণের এই অভিযান আরও কয়েকদিন চলবে। ভবিষ্যতে ব্যানার টানানোর ক্ষেত্রে কঠোর নীতিমালাও প্রণয়ন করা হতে পারে।

শহরবাসীর দাবি রাজনৈতিক দল নির্বিশেষে সবাইকে সড়ক ও জনসমাগম স্থানে ব্যানার ঝোলানো থেকে বিরত থাকা উচিত। ব্যানারমুক্ত, পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন নারায়ণগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে সিটি কর্পোরেশনের এই উদ্যোগ আরও বিস্তৃতভাবে বাস্তবায়িত হবে

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: