ঢাকাশনিবার , ২২ নভেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

এবারও শঙ্কার মাঝে নারায়ণগঞ্জ লালন মেলা

মো: আনিসুল হক হীরা
নভেম্বর ২২, ২০২৫ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

গত বছর নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের আপত্তিতে বন্ধ হয়ে গিয়েছিলো লালন ‘মহতী সাধুসঙ্গ ও লালন মেলা’ নামের একটি অনুষ্ঠান। এবারো শঙ্কার মধ্যে রয়েছেন মেলার আয়োজক শাহজালাল এবং লালন ভক্তবৃন্দ। দীর্ঘদিন যাবৎ ধারাবাহিক ভাবে লালন মেলা হয়ে আসলেও গত ৫ আগষ্ট পট পরিবর্তনের পর বন্ধ হয়ে যায় আয়োজন। শিল্প, সংস্কৃতির আঘাত হিসেবে বিষয়টি দেখেছেন সমাজের সচেতন মহল।

গত বছর শেষ পর্যন্ত জেলা প্রশাসনের অনুমতি না থাকায় এই মেলা বন্ধ হয়ে যায়। প্রতিবছর কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জায়গা থেকে লালন ভক্তরা এই মেলায় অংশ নেয়। গত প্রায় দশ বছর ধরে নিয়মিত এই মেলা অনুষ্ঠান আয়োজিত হয়ে আসছে বলে জানাযায়।
হেফাজতে ইসলামের বক্তব্য হচ্ছে, লালন মেলার নামে ‘অপসংস্কৃতির’ চর্চা হতো বলেই এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের অনুরোধে জেলা প্রশাসক অনুষ্ঠানটি বন্ধের উদ্যোগ নিয়েছিলো।
এই আয়োজনটি বন্ধের পর নারায়ণগঞ্জের সাংস্কৃতিক কর্মীরাও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তারা বিষয়টিকে জেলা প্রশাসনের ব্যর্থতা হিসেবে দেখছেন।

মি. শাহজালাল জানান মেলা শুধু বন্ধই না, এ নিয়ে ধারাবাহিক নানান হুমকির দিয়েছে বিভিন্ন মহল।
এই আয়োজনটি বন্ধের পর ততকালীন নারায়ণগঞ্জের সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে।
এছাড়াও সারাদেশে এই মেলা বন্ধের প্রতিবাদে বিভিন্ন সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দেয় দেশের অন্যতম ব্যক্তিবর্গ। বর্তমান সারাদেশে ধারাবাহিক ভাবে মসজিদ, মন্দির, মাজারে হামলা, সাধুদের উপর নির্যাতন দেশকে করে তুলছে অস্থিতিশীল। সাম্প্রদায়িক অস্থিরতা থেকে দেশ রক্ষায় কবজ হিসাবে লালন মেলা কাজ করবে বলে মনে করেন জেলার সচেতন মহল।
এদিকে মুক্তিধাম আশ্রম ও লালন একাডেমির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বার্ষিক লালন সাধুসঙ্গ অনুষ্ঠিত হচ্ছে আজ ২২ ও আগামীকাল ২৩ নভেম্বর ২০২৫ (৭ ও ৮ অগ্রহায়ণ ১৪৩২) শনি ও রবিবার। এই মহতি অনুষ্ঠানে কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাউল-সাধু, লালনের ভক্তবৃন্দ ও শিল্পীরা উপস্থিত হবেন। নারায়ণগঞ্জের কাশীপুরের নরসিংপুরে আজ বিকালে কর্মসূচি উদ্বোধন করেন রফিউল রাব্বি। তৌহিদি জনতার ব্যনারে অনুষ্ঠান পন্ড করার অপচেষ্টা চলছে বলে জানাযায়।

লালন সাধুসঙ্গের এ আয়োজনে সকল ধর্ম, বর্ণ, গোত্র, জাতের সকল মানুষকে মুক্তিধাম আশ্রমের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানানো হয়।

দেশের সম্প্রীতি রক্ষায় প্রসাশনের হস্তক্ষেপে এবারের লালান মেলার আয়োজন করা হোক শান্তিপূর্ণ এমনটাই দাবি সুশীল সমাজের।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: