আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনের বিএনপি মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, আপনাদের ভোটে আল্লাহ যদি আমাকে এমপি বানায় তাহলে সৎপথে ব্যবসা করার লাইন দেখিয়ে দেব। সকল নেতাকর্মীদের বলছি আগে দেশ বাঁচান, দলের কাজ করেন। আগেই যদি মনে করেন অর্থের দরকার তাহলে ছাড় পাবেন না।
আজ রোববার বিকেলে সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ, গনসংযোগ ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজহারুল ইসলাম মান্নান বলেন, আমি জানি সিদ্ধিরগঞ্জে অনেক সমস্যা আছে। আমি এমপি হলে এসব সমস্যা সমাধান করা হবে। খেলার মাঠ হবে, বিশুদ্ধ পানির ব্যবস্থা, রাস্তা-ঘাট ও গ্যাস সমস্যার সমাধান করা হবে। সিদ্ধিরগঞ্জের কারা ৭ খুনের মামলার আসামি আমি তাদেরকে চিনি। তারা একসময় মাটির ট্রাকের হেলপার ছিল। আমার নিজের মাটির টিপও তারা মেরেছে। নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবুর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল, সোনারগাঁও উপজেলা বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম টিটু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর, মহানগর যুবদলের সদস্য আরমান হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রিপন সরকার, সদস্য সচিব রেদোয়ান হোসেন পাপ্পু ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
