ঢাকাসোমবার , ২৪ নভেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুক্তির দুই বছর উপলক্ষে আয়োজিত সভায় কাসেমী: চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ ও সন্ত্রাসী ছাড় পাবে না

নিজস্ব সংবাদদাতা
নভেম্বর ২৪, ২০২৫ ১১:১৯ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ-৪ আসনে জোটের মনোনয়ন প্রত্যাশী ও হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুফতি মনির হোসেন কাসেমী বলেছেন, চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ ও সন্ত্রাসী যেই দলেরই হোক, তারা কোন ধরনের ছাড় পাবে না। তিনি দাবি করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আন্দোলনের পরিকল্পনা করার কারণেই তাকে কারাগারে যেতে হয়েছিল।
আজ সোমবার নারায়ণগঞ্জ শহরের সিনামন চাইনিজ রেস্টুরেন্টে মুফতি মনির হোসেন কাসেমীর কারা মুক্তির দুই বছর উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন। তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে যত আন্দোলন হয়েছে, তার অগ্রভাগে আমি ছিলাম। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ তাদের জুলুম-অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার আলেমদের টার্গেট করেছিল। মুফতি মনির হোসেন কাসেমী তাদের মধ্যে একজন। যেখানে চোর-ডাকাত-দুর্নীতিবাজ-ধর্ষকরা জেলে স্বাভাবিক জীবন কাটাত, সেখানে আলেমদের অন্ধকার প্রকোষ্ঠে নির্যাতন করা হতো। জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মাইনুদ্দিন আহমেদ বলেন, জনগণ যদি ইসলামকে বিজয়ী করতে চায়, তবেই বাংলাদেশ ইসলামের বিজয় লাভ করবে। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি শরিফুল্লাহ মনির হোসেন কাসেমীর মনোনয়ন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বিএনপি’র সাথে জোট থেকে যদি একজন আলেম মনোনয়ন পান, তাহলে তিনি হবেন মুফতি মনির হোসেন কাসেমী। নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সেক্রেটারি মাওলানা ফেরদৌসুর রহমান বলেন, আলেমদের বিরুদ্ধে কখনো চাঁদাবাজি, টেন্ডারবাজি বা দখলবাজির অভিযোগ ওঠেনি। আলেমরা যদি দেশের নেতৃত্বে আসেন, তাহলে দেশ সব অন্যায়-অত্যাচার থেকে রক্ষা পাবে এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে। মহানগর জমিয়ত সভাপতি মাওলানা কামাল উদ্দিন দায়েমী বলেন, মনির হোসেন কাসেমী কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি বলেই তাকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নির্যাতন সহ্য করতে হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মাওলানা মনোয়ার হোসাইন, জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ মহানগরের মুফতি নাসির উদ্দিন মনির, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব, এবং কেন্দ্রীয় সদস্য মাওলানা সিদ্দিকুল ইসলাম তোফায়েল প্রমুখ।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: